কোয়ালিফাই না করলেও প্যারিস অলিম্পিকে ফিলিস্তিনি অ্যাথলেটদের আমন্ত্রণের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ দেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। এমন তথ্য জানিয়েছেন আইওসি প্রধান
থমাস বাখ।
বাখ শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্যারিস গেমসের বাছাই এখন চলমান রয়েছে। সেখানে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে বিশেষ সুবিধা দেওয়ার কথা উলেস্নখ করে তিনি বলেছেন, 'আমাদের প্রতিশ্রম্নতিটা স্পষ্ট। যদি বাছাই টুর্নামেন্টে কোনো ফিলিস্তিনি অ্যাথলেট কোয়ালিফাই করতে না পারে তাহলে আমন্ত্রণের মাধ্যমে তাদের খেলতে সুযোগ করে দেওয়া হবে। যেমনটা অন্যদের বেলাতেও হয়ে থাকে; যাদের কোয়ালিফাইড অ্যাথলেট নেই।'
বাখ জানিয়েছেন, ফিলিস্তিনের প্রতিনিধি দলটির সদস্য সংখ্যা ৬ থেকে ৮ জনের মতো হতে পারে। বাখ আরও জানিয়েছেন, গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রথম দিন থেকেই অ্যাথলেটদের বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ ও অনুশীলনের জন্য বিভিন্নভাবে সহায়তা করেছে অলিম্পিক কমিটি।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলি ভূখন্ডে হামলা চালায় গত ৭ অক্টোবর। ইসরায়েল সরকারের তথ্য অনুযায়ী, তাতে ১ হাজার ১১৭০ জন নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর পাল্টা হামলাতে নিহত হয়েছেন ৩৪ হাজার ৩৫৬ জন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।