চীনে আন্তর্জাতিক টুর্নামেন্টে দু'টি রুপাসহ ছয়টি পদক জিতেছেন বাংলাদেশের উশুকারা। ২১ থেকে ২৬ এপ্রিল জিয়াংসুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশ নিয়ে এই পদক জিতে শুক্রবার দেশে ফিরেছেন তারা। এই পদক জয়ের ফলে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় সানদা বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন লাল সবুজের উশুকারা। চীনে অনুষ্ঠিত সানদা আন্তর্জাতিক টুর্নামেন্টের পুরুষ বিভাগে -৮৫ কেজিতে সুকান্ত রায় ও -৪৮ কেজিতে নয়ন শেখ রুপা জেতেন। এছাড়া পুরুষদের -৬০ কেজিতে মিলন আলী, মেয়েদের বিভাগে -৫২ কেজিতে ইভা ইয়াসমিন, -৫৬ কেজিতে শিখা খাতুন ও -৭৫ কেজিতে কচি রানী মন্ডল ব্রোঞ্জ পদক জেতেন। ৩৬টি দেশের মধ্যে দলগতভাবে ১৫তম স্থান অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে ১১ থেকে ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠেয় সানদা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছেন লাল সবুজের উশুকারা। দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, 'করোনাকালীন আমরা এশিয়া ও বিশ্ব উশুর অনলাইন টুর্নামেন্টে অংশ নিয়ে বেশক'টি পদক জিতেছিলাম। এবার উশুর তীর্থভূমি চীনে খেলতে গিয়েও ছেলেমেয়েরা দারুন ফলাফল করেছে। ৩৬টি দেশের উশুকাদের সঙ্গে লড়াই করে ছয়টি পদক জিতে এনেছে।' তিনি যোগ করেন, 'সামনে আমাদের সানদা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ। সেখান থেকে দেশের জন্য পদক আনতে নিবিড় অনুশীলন চালিয়ে যাবে উশুকারা।'