ব্রাইটনকে উড়িয়ে দিয়েও সতর্ক ম্যানসিটি
প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে দাপুটে জয় পেল ম্যানচেস্টার সিটি। ফিল ফডেনের জোড়া গোলে প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে ভালো অবস্থানে থাকল তারা। বৃহস্পতিবার রাতে ৪-০ গোলের জয়ে শীর্ষ দল আর্সেনালের সঙ্গে ব্যবধান এক পয়েন্টে নামিয়েছে ম্যানসিটি। গানারদের চেয়ে এক ম্যাচ কম খেলা পেপ গার্দিওয়ালার দল আগামী রোববার নটিংহ্যাম ফরেস্টকে হারালে এক নম্বরে উঠবে।
পুরো ম্যাচে আক্রমণে আধিপত্য করল ম্যানসিটি। দুই অর্ধে মিলল দুটি করে গোল। ব্রাইটনকে উড়িয়ে লিগ টেবিলে দুই নম্বরে উঠল পেপ গার্দিওয়ালার দল। প্রতিপক্ষের মাঠে বড় ব্যাবধানে জয় পেয়েছে শিরোপাধারীরা। চমৎকার গোলে কেভিন ডি ব্রম্নইন দলকে এগিয়ে নেওয়ার পর দুটি গোল করেন ফিল ফোডেন। চতুর্থটি করেন জুলিয়ান আলভারেজ। এদিনের এই জয়ে ৩৩ ম্যাচ থেকে ম্যানসিটির পয়েন্ট এখন ৭৬। ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তাদের সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে লিভারপুল। আর ৩৩ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে ব্রাইটন।
টানা দ্বিতীয় ম্যাচে ছিলেন না ম্যানসিটির সেরা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। তার অভাববোধ হয়নি এতটুকুও। নরওয়ের স্ট্রাইকারকে ছাড়া আগের ম্যাচে চেলসিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছিল ম্যানসিটি। এবার লিগে ব্রাইটনকে উড়িয়ে দিল। ম্যানসিটির কোচ গার্দিওলা বলেন, 'আমাদের জন্য এটা ভালো ফল, সত্যিই ভালো। আমি আগে বলেছিলাম, অতীতে আমরা কী করেছি, তার মানে এটা নয় যে আমরা ভবিষ্যতেও একই কাজ করব। আমরা জানি ব্যবধান খুব কাছাকাছি। আমাদের প্রতিটা ম্যাচ জিততে হবে। প্রতি ম্যাচে আমরা আরও কাছে যাবো।'
ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ পাঁচটি ম্যাচ জিতলে ম্যানসিটি টানা চতুর্থবার ট্রফি হাতে নিবে। কিন্তু বেশ সতর্ক স্প্যানিশ কোচ, 'লিভারপুলের কী হলো, টানা দুই ম্যাচ হার। এটা আর্সেনালের ক্ষেত্রেও হতে পারে, আমাদের বেলাতেও। এখনো অনেক ম্যাচ বাকি আছে।'
গত ৩১ জানুয়ারি বার্নলির বিপক্ষে ম্যাচে জোড়া গোলের পর এই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগে জালের দেখা পেলেন জুলিয়ান আলভারেজ। এই সময়ে অন্যান্য প্রতিযোগিতায় তিনি গোল করতে পারেন কেবল একটি। বাকি সময়ে বেশ কিছু সুযোগ পেলেও আর গোলের দেখা পায়নি ম্যানসিটি।