সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
নারীদের আগামী সাফ চ্যাম্পিয়নশিপ হবে বাংলাদেশে। টুর্নামেন্ট শুরুর দিন তারিখ চূড়ান্ত না হলেও অক্টোবরে পর্দা ওঠার সম্ভাবনা আছে। গত আসরে নেপালে ট্রফি জয়ী দল শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মাঠে নামবে। তার আগে সাবিনা খাতুনরা ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবেন চাইনিজ তাইপের বিপক্ষে।
এই ম্যাচ দুটি বিষয়ে বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, 'আমরা সবগুলো ফিফা উইন্ডোতেই মেয়েদের জন্য প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করেছি। চেষ্টা বললে ভুল হবে অনেক বেশি চেষ্টা করেছি।
কিন্তু ব্যাটে বলে মেলেনি। তবে জুন উইন্ডোতে আমরা চাইনিজ তাইপের সঙ্গে খেলব। প্রথম ম্যাচ ৩১ মে এবং দ্বিতীয় ম্যাচ ৩ জুন। তারা অফিশিয়ালভাবে চিঠি দিয়ে আমাদের নিশ্চিত করেছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ দুটি আয়োজিত হবে।'
জুলাইয়ের ফিফা উইন্ডোতেও ম্যাচ আয়োজনের চেষ্টা হচ্ছে বলে জানান তিনি, 'এই ম্যাচ দুটিকে আমরা সাফের আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে নিচ্ছি। এছাড়া জুলাইয়ের ফিফা উইন্ডোতেও আমরা ম্যাচ খেলার চেষ্টা করবো। চাইনিজ তাইপে শক্তিশালী দল। তাদের বিপক্ষে বাংলাদেশ যখন ম্যাচগুলো খেলবে তারা তাদের সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে। সাফের আগে এটা অনেক বেশি কাজে দেবে বলে আমি মনে করি।'
গত বছর বাংলাদেশের নারীরা সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল। দেশের মাটিতে তারা দুটি ম্যাচেই জিতেছিল। তারপর ফেব্রম্নয়ারির ফিফা উইন্ডোতে ফিলিস্তিনকে এনে ম্যাচ খেলার চেষ্টা বাংলাদেশ করেছিল, কিন্তু ফিলিস্তিন ওই সময় খেলতে নারাজ ছিল।