পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিল মোনাকো

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
পয়েন্ট টেবিলের নিচের দিকের দল লরিয়াঁর বিপক্ষে দারুণ খেললেন ফ্রান্সের দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলে। দুই ফরাসি তারকার নৈপুণ্যে জিতে টানা তৃতীয় লিগ শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে গেল পিএসজি। প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে ৪-১ গোলে জিতেছে লুইস এনরিকের দল পিএসজি। দুটি করে গোল করেন এমবাপে ও দেম্বেলে। দুই অর্ধে একবার করে জালের দেখা পান তারা। দেম্বেলের দ্বিতীয় গোলে অবদানও রাখেন এমবাপে। ফরাসি লিগে বুধবার রাতেই রেকর্ড ১২তম শিরোপা জিততে পারত পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মোনাকো পয়েন্ট হারালে সেটা সম্ভব হতো। কিন্তু মোনাকো ১-০ গোলে লিলকে পরাজিত করায় আরেকটু অপেক্ষায় থাকতে হচ্ছে লুইস এনরিকের শিষ্যদের। যদিও পিএসজি অ্যাওয়ে ম্যাচে লরিয়াঁকে ৪-১ গোলে বিধ্বস্ত করে সব আয়োজন সম্পন্ন করে রেখেছিল। কিন্তু মোনাকো ফোফানার গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ায় উৎসব করতে পারেনি। পয়েন্ট টেবিলে পিএসজির সংগ্রহ ৬৯ পয়েন্ট। তাদের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে মোনাকো। এখনো যে ম্যাচ বাকি আছে চারটি।