মালদ্বীপ গেল ক্যারম দল

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এশিয়া কাপে অংশগ্রহণকারী বাংলাদেশ ক্যারম দল -ওয়েবসাইট
এশিয়া কাপ ক্যারমে অংশ নিতে বৃহস্পতিবার মালদ্বীপ গেল আট সদস্যের ক্যারম দল। শনিবার থেকে রাজধানী মালেতে শুরু হবে এই টুর্নামেন্ট। বাংলাদেশ দলে তিনজন করে পুরুষ ও মহিলা এবং একজন করে দলনেতা ও অফিসিয়াল হিসেবে গিয়েছেন। মালদ্বীপে যাওয়া খেলোয়াড়রা হলেন- দেশসেরা চ্যাম্পিয়ন খেলোয়াড় হেমায়েত মোলস্না, রানারআপ বিপস্নব রায়, তৃতীয় হওয়া মো. আলী রবিন এবং মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন ফারজানা বানু শিল্পী, রানারআপ আফসানা নাসরীন ও তৃতীয় হওয়া শামছুন নাহার মাকসুদা। গত তিন মাসে তিনটি বড় ক্যারম টুর্নামেন্টে খেলেছেন খেলোয়াড়রা। পরে লিগের্ যাংকিংয়ের মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হয়েছে বলে জানান এশিয়ান ক্যারম ফেডারেশনের সহ-সভাপতি, মালদ্বীপে যাওয়া বাংলাদেশের দলনেতা ও ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিওন। মালেতে যাওয়ার আগে খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় এবং উৎসাহিত করেছেন ফেডারেশনের সহ-সভাপতি বাংলাদেশ নোবাহিনীর কমান্ডার তানভীর আহমেদ। এই টুর্নামেন্ট আসন্ন এশিয়া কাপে সহায়ক বলে মনে করেন তিনি। এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলংকা, নেপাল, পাকিস্তান, কাতার, আরব আমিরাত, ওমান, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও স্বাগতিক মালদ্বীপ খেলবে।