শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

পাতানো ম্যাচ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা

ক্রীড়া প্রতিবেদক
  ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০
পাতানো ম্যাচ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা

২০২২ সালের ৩ ফেব্রম্নয়ারি স্বাধীনতা ক্রীড়া সংঘের ১৯ বছরের ইতিহাসে নতুন জাগরণ হয়েছিল। খিলগাঁওয়ে প্রতিষ্ঠা পাওয়া ক্লাবটি সেবারই প্রথম জায়গা করে নেয় প্রিমিয়ার লিগে। সেখান থেকে তাদের অবনমনও হয়। এখন তারা মহানগর সিনিয়র ডিভিশন ফুটবল লিগে খেলছে। চলতি বছর ক্লাবটির দায়িত্বে এসেছেন এক ঝাঁক নতুন মুখ। আর নতুনরা দায়িত্ব নিয়েই দেখছেন নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। এক পরিচিতি সভায় এমন আশাবাদের কথা জানিয়েছেন তারা। 

লক্ষ্যটা তাদের অনেক বড়- বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফেরা। সেটা করতে হলে দুই ধাপ পেরুতে হবে। যার প্রথমটি সিনিয়র ডিভিশন ফুটবল লিগ। আসন্ন ঈদুল আজহার ১০ দিন পর শুরু হচ্ছে লিগ। নতুন সভাপতি সৈয়দ গোলাম রূপসের নের্তৃত্বে স্বাধীনতা ক্রীড়া সংঘ চাইছে মাঠে সেরা হয়ে ফিরতে।

ক্লাবটির তরুণ সভাপতি রূপস খেলোয়াড়দের সুযোগ-সুবিধায় কোনো ঘাটতি রাখতে চাইছেন না, 'ছোটবেলা থেকেই দেখে এসেছি, যারা চ্যাম্পিয়নশিপ এনে দেন, সেই খেলোয়াড়রাই থাকেন সবচেয়ে বেশি অবহেলিত। ভালো থাকার জায়গা, ভালো খাবার জুটে না। তাদের ভালো না রেখে কী করে ভালো ফলাফলের আশা করা যায়?'

এরপরই খেলোয়াড়দের আশ্বাস দিয়েছেন তিনি, 'আমি কথা দিচ্ছি, তোমাদের জন্য সর্বোচ্চ মানের ফুডিং-লজিং এবং লজিস্টিক সাপোর্ট আমরা নিশ্চিত করব। আর্থিক দিকটাও দেখব। আমাদের লক্ষ্য একটাই, ধাপে ধাপে এগিয়ে যাওয়া। চ্যাম্পিয়ন হতে হতে প্রিমিয়ার লিগে ফেরা। আমরা মাঠে লড়াই করব। এ ছাড়া পাতানো ম্যাচ নিয়ে আমার ধারণা নেই। তবে পাতানো ম্যাচ নয়, মাঠে খেলেই সেরা হতে হবে। এটাই আমার চাওয়া।'

ট্রায়ালের মাধ্যমে প্রাথমিকভাবে ক্লাবটি বেছে নিয়েছে ৩৪ জন। ক্লাবটির সাধারণ সম্পাদক মশিউর রহমানও আশাবাদী এতে, 'খেলোয়াড়দের সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে। আশা করছি, আমরা এবার ভালো পারফরম্যান্স করে দেখাতে পারবো।'

দলটির কোচ অভিজ্ঞ কামাল বাবু। তার কথা, 'আমরা সারাদেশে ঘুরে ঘুরে খেলোয়াড় সংগ্রহ করেছি। চ্যাম্পিয়নশিপ লিগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ থেকে খেলোয়াড় এনেছি। তাদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। ক্লাব কর্তারা কথা দিয়েছেন, খেলোয়াড়দের প্রিমিয়ার মানের সুযোগ-সুবিধার ব্যবস্থা করবেন। আমরাও আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। সেরার লক্ষ্য নিয়েই খেলব। তবে মনে রাখতে হবে, শিরোপার সঙ্গে ভাগ্যও জড়িত।'

২০২২ প্রিমিয়ার লিগে তলানীতে শেষ করলেও বসুন্ধরা, সাইফের মতো দলকে হারানো এবং আবাহনী, শেখ জামালের মতো দলগুলোকে রুখে দিয়ে চমক দেখায় স্বাধীনতা ক্রীড়া সংঘ। নবযাত্রায় সফল হয়ে নতুন করে ফেরাই লক্ষ্য তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে