সিলেটে পৌঁছেছে ভারতের নারী দল
প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজে শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশের নারীরা। এবার নিগার সুলতানা জ্যোতিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচ টি২০ খেলতে বাংলাদেশে এসেছে ভারত নারী দল। মঙ্গলবার দুপুরে সিরিজের ভেনু্য শহর সিলেটে এসে পৌঁছান হারমানপ্রীত কৌররা। এই সিরিজের মধ্য দিয়ে দুই দলই তাদের বিশ্বকাপের প্রস্তুতিটা সেরে নেবে।
আগামী ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি২০'র মধ্য দিয়ে শুরু হবে সিরিজ। ৩০ এপ্রিল দ্বিতীয় ম্যাচও একই মাঠে অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এরপর ২ ও ৬ মে পরের দুই ম্যাচ রাখা হয়েছে স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে। এই দুই ম্যাচ হবে দুপুর ২টায়। ৯ মে সন্ধ্যা ৬টায় শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মূল মাঠে।
গত বছর বাংলাদেশ সফরে এসেছিল ভারতের নারী দল। তখন টি২০ সিরিজ ২-১ ব্যবধানে হারলেও, ওয়ানডে সিরিজ শেষ হয় ১-১ সমতায়। তখন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌরের উশৃঙ্খল আচরণ নিয়ে বেশ সমালোচনা করা হয়। এর আগেও ২০১৪ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারত নারী দল।
ভারতের স্কোয়াড : হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহঅধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিকা ঘোষ (উইকেটকিপার), ইয়াশতিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোভানা, রেনুকা সিং ও তিতাস সাধু।