খেলার জন্য অনেক প্রিয় খাবার ছুঁয়েও দেখেন না কোহলি
প্রকাশ | ২২ এপ্রিল ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
এবারের আইপিএলে চেনা ফর্মে রয়েছেন বিরাট কোহলি। এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ৩৬১ রান করেছেন। কমলা টুপির দৌড়ে সবার আগে রয়েছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরুর পর থেকে নিজেকে ক্রমশ পরিবর্তন করেছেন বিরাট কোহলি। নিজের ফিটনেসের ব্যাপারে সবসময় সতর্ক থাকেন। খেলার জন্য অনেক প্রিয় খাবার ছুঁয়েও দেখেন না।
নিজেকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে গড়ে তুলতে কম পরিশ্রম করতে হয়নি কোহলিকে। এখনো খামতি নেই পরিশ্রমের। তবুও ক্রিকেটের জন্য কঠোর পরিশ্রম করেছেন বা ত্যাগ স্বীকার করতে হয়েছে বলে মানতে রাজি নন এ ব্যাটার।
নিজের ক্রিকেটজীবন নিয়ে কোহলি বলেন, 'সততার সঙ্গে এই জায়গায় পৌঁছেছি। সেজন্য কখনো সংগ্রাম বা ত্যাগের মতো শব্দগুলো ব্যবহার করি না। করতেও পারি না। আমি কোনো সংগ্রাম বা ত্যাগও করিনি। যা করেছি, সব ভালোবাসার জন্য।'
নিজের বক্তব্য ব্যাখ্যা করে কোহলি বলেন, 'যিনি দু'বেলার খাবার নিশ্চিন্তে জোগাড় করতে পারেন না, তাকে সংগ্রাম করতে হয়। আমরা নিজেদের পরিশ্রমকে সংগ্রাম বলে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতেই পারি।'
এরপর তিনি বলেন, 'আমি চাইলেই কেকের উপর ক্রিম আর চেরি সাজাতে পারি। কিন্তু কেউ আপনাকে জিমে যেতে বাধ্য করছে না। আর সেই মানুষগুলোকে পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করতেই হয়।'
কোহলি আরও বলেন, 'আসলে আমি ভাগ্যবান। আমি যথেষ্ট ভালো পরিস্থিতিতে আছি। যেটা করতে ভালোবাসি, সবসময় সেটাই করতে পারি। আমি একটা খেলা খেলি। সেটাই আমার পেশা।'
কোহলি যোগ করেন, 'মানুষের জীবনে প্রচুর সমস্যা রয়েছে। সেগুলো নিয়ে কথা হয় কী? কেউ একটা টেস্ট সিরিজে খারাপভাবে আউট হচ্ছে আর একজনের মাথার উপর ছাদই নেই। এই দুই পরিস্থিতির মধ্যে কোনো তুলনা হয় না।'