দুই অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা

প্রকাশ | ২১ এপ্রিল ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আইপিএলে শুক্রবার রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেসে খেলেই জিতেছে লক্ষ্নৌ সুপার জায়ান্টস। ১৭৭ রানের লক্ষ্যে দুই ওপেনার লোকেশ রাহুল ও কুইন্টন ডি ককের ফিফটিতে ভর করে ৮ উইকেটে জিতেছে তারা। কিন্তু স্স্নো ওভার রেটের কারণে দুই দলের অধিনায়ককেই জরিমানা করা হয়েছে। লক্ষ্নৌ অধিনায়ক লোকেশ রাহুল ও চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বিবৃতিতে জানিয়েছে, 'স্স্নো ওভার রেট বজায় রাখায় লক্ষ্নৌ অধিনায়ক লোকেশ রাহুলকে জরিমানা করা হয়েছে। একইভাবে চেন্নাই অধিনায়ক গায়কোয়াড়কেও স্স্নো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে।' প্রথমবার হওয়ায় দুই অধিনায়ককেই নিয়ম অনুযায়ী সর্বনিম্ন অঙ্কে জরিমানা করা হয়েছে। জরিমানা গুনতে হলেও ম্যাচে অসাধারণ পারফর্ম করেন লোকেশ রাহুল। ৫৩ বলে ৮২ রানের বিধ্বংসী ব্যাটিংয়ে লক্ষ্নৌ জয়ের নায়ক ছিলেন তিনি। হয়েছেন ম্যাচসেরাও। তার সঙ্গে ডি ককের পার্টনারশিপই দলটাকে ৮ উইকেটের জয় এনে দিতে ভূমিকা রেখেছে। যা ছিল এই মৌসুমে সর্বোচ্চ রানের ওপেনিং জুটি! ওই ম্যাচের পর লক্ষ্নৌ, চেন্নাই, কলকাতা ও হায়দরাবাদের সমান ৮ পয়েন্ট। তাদের মধ্যে কলকাতা ও হায়দরাবাদ একটি ম্যাচ কম খেলায় পেস্ন-অফের জন্য লড়াইটা আরও জমজমাট হয়ে দাঁড়িয়েছে।