প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শেষ ম্যাচে শুক্রবার মোহামেডান ও আবাহনীর খেলোয়াড়দের মধ্যে হলো মারামারি। দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির কারণে দেওয়া লাল কার্ডের কারণে মোহামেডান খেলতে অস্বীকৃতি জানালে আবাহনীকে বিজয়ী ঘোষণা করা হয়। বাইলজ অনুযায়ী রোববারই মেরিনার ইয়াংসের বিপক্ষে আবাহনীর পেস্ন-অফ বা শিরোপা নির্ধারণী ম্যাচ হওয়ার কথা। তবে দুই ক্লাবই চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, কাল তারা খেলতে পারবে না! তাই রোববার যে খেলা হচ্ছে না, তা এক প্রকার নিশ্চিত।
তাতে করে প্রিমিয়ার ডিভিশন হকি লিগের নাটক যেন থামছেই না। একের পর এক নাটক শেষে এবার পেস্ন-অফ ম্যাচ ঘিরে নতুন নাটক। লিগ শেষে আবাহনী লিমিটেড ও মেরিনার্সের পয়েন্ট সমান ৩৭ হওয়ায় শিরোপা নির্ধারণের জন্য পেস্ন-অফ ম্যাচের দিনক্ষণ ঠিক করেছিল বাংলাদেশ হকি ফেডারেশন। আজ রোববার বিকাল ৪টায় মাওলানা ভাসানী স্টেডিয়ামে এই ম্যাচ খেলতে দুই দলকে চিঠি দিয়েছে লিগ কমিটি। তবে এই দিন পেস্ন-অফ ম্যাচটি হচ্ছে না, তা নিশ্চিত। কারণ দুই প্রতিপক্ষ মেরিনার্স ও আবাহনী রোববার ম্যাচ খেলবে না বলে চিঠি দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশনকে। ১ মে তারা ফিরে এলে ম্যাচটি তখন খেলতে আপত্তি নেই দুই ক্লাবের।
প্রথমে আবাহনী খেলার কথা জানালেও এখন ম্যাচের দিন পেছানোর জন্য চিঠি দিয়েছে তারা। এই প্রসঙ্গে আবাহনী লিমিটেডের ম্যানেজার মাহবুব হারুন বলেছেন, 'আমরা ফেডারেশনকে চিঠি দিয়েছি। আগামীকাল আমাদের পক্ষে খেলা সম্ভব নয়। কারণ, আমাদের দুই গোলকিপারসহ চার জন খেলোয়াড় বিমানবাহিনীর সঙ্গে আগামীকালই ভারতে প্রীতি ম্যাচ খেলতে যাবে। ওই চারজন বিমানবাহিনীর সদস্য। তাতে আছে দুই গোলকিপার বিপস্নব কুজুর আর সজীবুর রহমান। তাদের ছাড়া আমাদের ম্যাচ খেলা সম্ভব নয়। ওরা ফিরে এলে আমাদের খেলতে কোনো আপত্তি নেই। বাইলজ অনুযায়ী চলব আমরা।'
বিমানবাহিনীর হয়ে মেরিনার্সের দু'জন খেলোয়াড়ও ভারতে যাচ্ছেন। মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসান উলস্নাহ খান বলেছেন, 'আমাদের চার বিদেশি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গত রাতেই দেশে ফিরে গেছে। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে বিদেশি আম্পায়ারও পাওয়া যাবে না। তবে পেস্ন-অফটি বাতিল করে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করলে আপত্তি করব না আমরা।'
বাইলজে যৌথ চ্যাম্পিয়নের কোনো কথা উলেস্নখ নেই। তবে এর আগেও যৌথ চ্যাম্পিয়ন করা হয়েছে। ২০১০ সালে আবাহনী-মোহামেডান, ২০১৪ সালে আবাহনী-উষা। অতীতে হলে এখন কেন নয়? এমন প্রশ্ন তুলেছে মেরিনার্স। এবারও যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হলে তা মেনে নেবে তারা। তবে ফেডারেশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তারা বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে।