পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে চলতি মাসের ২৮ তারিখ বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বিসিবি। তবে দল ঘোষণার আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা।
আসন্ন টি২০ বিশ্বকাপ এবং জিম্বাবুয়ে সিরিজের আগে ফিটনেস টেস্টে অংশ নেবেন টি২০ বিশ্বকাপের সম্ভাব্য দলে থাকা ক্রিকেটারসহ ওয়ানডে এবং টেস্ট দলের ক্রিকেটাররাও। আজ শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া সেই ফিটনেস টেস্টে অংশ নেবেন সবমিলিয়ে ৩৯ ক্রিকেটার।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্রাকে শুরুতে ১৬০০ মিটার দৌঁড়াবে ক্রিকেটাররা। এরপর শেরেবাংলার ইনডোরে বাকি পরীক্ষা দেবেন খেলোয়াড়রা। তবে ফিটনেস টেস্টে কি থাকছেন সাকিব আল হাসান? এ প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল গাজী আশরাফ হোসেন লিপুর কাছে। তবে প্রধান নির্বাচক এ ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।
তবে লিপু জানিয়েছেন, যারা ফিটনেস টেস্ট এখন দিবেন না পরবর্তীতে তাদের দেওয়ার সুযোগ রয়েছে। ইনজুরি সমস্যা থাকায় রানিং করবেন না সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মুশফিক হাসানরা। আজ তাহলে ফিটনেস পরীক্ষা, থাকছেন কি সাকিব? ধোয়াশা থেকেই যাচ্ছে।