রাজশাহীতে নারী ক্রিকেট শুরু

প্রকাশ | ২০ এপ্রিল ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
রাজশাহীতে নারী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা -সংগৃহীত
কাকডাকা ভোরে রাজশাহীর তেরোখাদিয়ায় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপেস্নক্সে হাজির প্রায় অর্ধশত মেয়ে ক্রিকেটার। সকলের চোখে মুখে নিগার সুলতানা, স্বর্ণা আক্তার, ফারজানা হকের মতো হওয়ার স্বপ্ন। এ জন্য ময়দানী লড়াইয়ের প্রস্তুতি নিয়েই সকালে হাজির তারা। চার দলের ৬০ জন মেয়ে ক্রিকেটারের অংশগ্রহণে রাজশাহীতে শুরু হয়েছে শেখ হাসিনা শেখ হাসিনা বিভাগ ভিত্তিক মহিলা (অনূর্ধ্ব-১৫) টি২০ ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে পদ্মা, যমুনা, আত্রাই ও মহানন্দা দল। সকাল ৮টায় রাজশাহীর ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এ সময় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী ও রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী দিলসাদ জাহান উপস্থিত ছিলেন। আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।