শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

থাইল্যান্ড-ভারতের বক্সারকে হারিয়ে সুর কৃষ্ণর ৬০০ ধাপ উন্নতি

ক্রীড়া প্রতিবেদক
  ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
থাইল্যান্ড-ভারতের বক্সারকে হারিয়ে সুর কৃষ্ণর ৬০০ ধাপ উন্নতি

বাংলাদেশের পেশাদার বক্সিংয়ে পোস্টার বয় সুর কৃষ্ণ চাকমা। ২০১৮ সাল থেকে ক্যারিয়ার শুরু করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে জয়ের রেকর্ড শতভাগ। সবশেষ এই বছর থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে পেশাদার বক্সিংয়েরর্ যাংকিংয়ে ৬০০ ধাপ উন্নতি হয়েছে তার।

আগে ৮০০-এর ঘরে ছিল সুর কৃষ্ণরর্ যাংকিং। উন্নতি হওয়ায় এখন সেটি দাঁড়িয়েছে ২২১ নম্বরে। লাইটওয়েট ৬১ কেজি ওজন শ্রেণিতে বিশ্বে ২ হাজার ২৮১ জন বক্সার আছেন। তাদের মধ্যে সুর কৃষ্ণরই এমন উলস্নম্ফন। 

নিজের এমন উন্নতি দেখে সুর নিজেও ভীষণ আনন্দিত। এই বক্সার বলেছেন, 'আসলে আমি এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে সবক'টি জিতেছি। সবশেষ দুটো ম্যাচ জেতায়র্ যাংকিংয়ে অনেক উন্নতি হয়েছে। এছাড়া প্রতিপক্ষকে নক আউট করেছি। সবকিছু দেখে পেশাদার বক্সিংয়ে বর্তমানর্ যাংকিং করা হয়েছে।'

আগামী ২৫ মে ঢাকায় পরের ম্যাচে চীনের প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লড়বেন তিনি। রাঙামাটির জুড়াছড়ি থেকে উঠে আসা সুর কৃষ্ণ চাইছেন জয়ের ধারা সেখানেও অব্যাহত রেখের্ যাংকিং আরও বাড়িয়ে নিতে, 'চীনের প্রতিদ্বন্দ্বী বেশ শক্তিশালী। ঢাকায় পরবর্তী ম্যাচ জেতার লক্ষ্যে অনুশীলন করছি। এখন নামের পাশে দুই তারকাও যোগ হয়েছে। একের পর এক ম্যাচ জিততে পারলে তখন আরও ভালো করার সুযোগ থাকবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে