শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৩

বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় শান্ত, ইমরানুর ও রাকিব

পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা- বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত) :নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট), ইমরানুর রহমান (অ্যাথলেটিক্স), রাকিব হোসেন (ফুটবল) পপুলার চয়েজ অ্যাওয়ার্ড :নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট), ইমরানুর রহমান (অ্যাথলেটিক্স), শেখ মোরসালিন (ফুটবল) ফারজানা হক পিংকি (ক্রিকেট), বর্ষসেরা পুরুষ ক্রিকেটার:নাজমুল হোসেন শান্ত বর্ষসেরা নারী ক্রিকেটার :ফারজানা হক পিংকি, বর্ষসেরা ফুটবলার :রাকিব হোসেন বর্ষসেরা অ্যাথলেট :ইমরানুর রহমান, সেরা বক্সার :সেলিম হোসেন, সেরা শুটার :কামরুন নাহার কলি, সেরা টেবিল টেনিস খেলোয়াড় :রামহিম লিয়ন বম, উদীয়মান ক্রীড়াবিদ :শেখ মোরসালিন (ফুটবল) বর্ষসেরা দল :অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল সক্রিয় সংস্থা :প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বর্ষসেরা কোচ :আলফাজ আহমেদ বিশেষ সম্মাননা :মনজুর হোসেন মালু তৃণমূল সংগঠক :মোয়াজ্জেম হোসেন (ভারোত্তোলন), সেরা সংগঠক :হাবিবুর রহমান (কাবাডি)।
ক্রীড়া প্রতিবেদক
  ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৩ বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকা ঘোষণা অনুষ্ঠানে বৃহস্পতিবার বক্তব্য রাখেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। পাশে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামানসহ অন্যরা -সৌজন্যে

বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৩'র সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, ফুটবলার রাকিব হোসেন ও স্প্রিন্টার ইমরানুর রহমান। এ ছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২৩'র সংক্ষিপ্ত তালিকায় নাজমুল হোসেন শান্ত, ইমরানুর রহমান, শেখ মোরসালিনের সঙ্গে আছেন নারী ক্রিকেটার ফারজানা হক পিংকি। এই দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। এ বছর ১৬টি বিভাগে সর্বমোট ১৮ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। থাকছে অর্থ পুরস্কারও।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে। এরই ধারাবাহিকতায় আগামী ২১ এপ্রিল রোববার বিকাল সাড়ে ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বসতে যাচ্ছে ক্রীড়াঙ্গনের অন্যতম আকর্ষণীয় আসর 'কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৩'। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রী

নাজমুল হাসান।

বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ্‌ বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ'র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। এ সময় উপস্থিত ছিলেন- স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, খেলোয়াড়

যাচাই-বাছাই কমিটির চেয়ারম্যান পরাগ আরমান ও সদস্যসচিব মাহবুব সরকার।

এই নিয়ে নবমবারের মতো দেশের স্বনামধন্য করপোরেট প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে