শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
আবারও মুখোমুখি আবাহনী-জামাল

দীর্ঘ বিরতির পর মাঠে গড়াচ্ছে বিপিএল

ক্রীড়া প্রতিবেদক
  ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
দীর্ঘ বিরতির পর মাঠে গড়াচ্ছে বিপিএল

দীর্ঘ ১২ দিন পর আবারও মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল। আজ থেকে শুরু হতে যাচ্ছে লিগের ১২তম রাউন্ড। এই রাউন্ডে প্রথম ম্যাচেই মুখোমুখি হতে যাচ্ছে ধানমন্ডির দুই জায়ান্ট ক্লাব। ধানমন্ডি ডার্বিতে আজ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বিকাল ৩.৪৫ মিনিটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী। একই দিনে একই সময়ে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়াচক্রের প্রতিপক্ষ পুলিশ ফুটবল ক্লাব।

ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে ঘরোয়া ফুটবলে পড়েছিল লম্বা বিরতি। মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে আবারও শুরু হয়েছে ঘরোয়া ফুটবলে ব্যস্ততা। গত ৬ এপ্রিল লিগের ১১ রাউন্ডের খেলা শেষে ১২ দিনের বিরতি পড়ে। এই রাউন্ড শেষে শীর্ষ স্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ১১ ম্যাচে তাদের মোট সংগ্রহ ২৮ পয়েন্ট। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগের সব থেকে সফলতম দল ঢাকা আবাহনী আছে তৃতীয় স্থানে। তাদের ১৯ পয়েন্ট। গত রাউন্ডে ভালো করতে পারলে চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডানকে পেছনে ফেলার সুযোগ ছিল এই রাউন্ডে। তবে ১১তম রাউন্ডটি আবাহনীর জন্য মোটেই ভালো ছিল না। কম অভিজ্ঞতাসম্পন্ন মাঝারি মানের দল ফর্টিস এফসির সঙ্গে ড্র করাতে এই রাউন্ডে জয় পেলেও তাই মোহামেডানের পেছনেই পড়ে থাকতে হবে আকাশি-নীলদের। প্রথম পর্বে ধানমন্ডি ডার্বিতে শেখ জামালকে ১-০ গোলে হারিয়েছিল আবাহনী। মজার বিষয় হলো ঐ ম্যাচটিও তারা খেলেছিল লম্বা বিরতি কাটিয়ে। স্বভাবতই আজকের ম্যাচটি শেখ জামালের প্রতিশোধের আর আবাহনীর শ্রেষ্ঠত্ব ধরে রাখার। প্রতিপক্ষ জামাল আবাহনীর একধাপ নিচেই অবস্থান করছে। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট, তারা আছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে থাকা পুলিশ ফুটবল ক্লাবের ১৪ পয়েন্ট। তেমন কোনো আহামরি দল না গড়েও সেরা পাঁচের মধ্যে আছে পুলিশ। নিঃসন্দেহে এটি তাদের বড় সাফল্য। প্রথম পর্বে শেখ রাসেলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছিল পুলিশ। ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ফর্টিস এফসি। সপ্তম স্থানে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র, তাদের ১১ পয়েন্ট। ১০ পয়েন্ট আছে দুই ক্লাবের এরা হলো রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনী। যথাক্রমে অষ্টম ও নবম স্থানে আছে এই দুই দল। এখন পর্যন্ত কোনো জয়ের মুখ না দেখা একমাত্র ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। ৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে তারা। এবারের লিগে এখনো কোনো ম্যাচে না হেরে অপরাজিত থাকা একমাত্র দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১১ ম্যাচে ৬টি জয় ও ৫টি ড্র করেছে সাদা-কালোরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে