রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

হাথুরুসিংহের বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালো বিসিবি

ক্রীড়া ডেস্ক
  ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
চন্ডিকা হাথুরুসিংহে

সপ্তাহখানেক আগে গুঞ্জন ছড়িয়েছিল টাইগারদো প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। যে কারণে আর ফিরতে চান না বাংলাদেশে। যদিও উড়ো খবরটি যে ভুয়া ছিল তা কয়েক ঘণ্টার ব্যবধানেই নিশ্চিত হওয়া গিয়েছিল। তবে ঢাকায় কবে আসছেন হাথুরুসিংহে তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বুধবার নিশ্চিত করেছেন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে আগামী ২১ এপ্রিল বাংলাদেশে ফিরছেন হাথুরুসিংহ।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাথুরুর ঢাকায় ফেরা নিয়ে বিসিবির এই পরিচালক বলেন, 'আমাদের কাছে কোনো ধোঁয়াশা নেই। ধোঁয়াশাটা কেন? ধোঁয়াশাটা আমাদের কাছে না। আমরা কি কোনো বিবৃতি দিয়েছি? ধোঁয়াশা কোথায়? এটা ছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে বলেন। আমাদের কোনো ধোঁয়াশা নেই।'

হাথুরুসহ অন্য কোচিং স্টাফদের ঢাকা ফেরা নিয়ে জালাল বলেন, 'আমাদের প্রধান কোচ আসবেন ২১ তারিখ রাতে, বেশির ভাগ কোচ ২২ থেকে ২৩ তারিখের মধ্যে চলে আসবেন। ইতোমধ্যে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এখানে আছেন। জিম্বাবুয়ে সিরিজের আগে আমাদের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের আসার কথা। আশা করি, জিম্বাবুয়ে সিরিজের আগেই চলে আসবেন। বাকি যারা আছেন তারাও ২৩ এপ্রিলের আগে চলে আসবেন।'

জালাল ইউনুস জানিয়েছেন, ঢাকায় ফিরে ২৬ এপ্রিল থেকে টি২০ সিরিজের জন্য ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে হাথুরুর। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ মে থেকে টি২০ সিরিজ শুরু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বন্দর নগরীতে তিনটি ম্যাচ খেলে ঢাকায় ফিরবে দু'দল। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে।

এদিকে মঙ্গলবার নতুন স্পিন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মুশতাক আহমেদ। তাকে নিয়ে জালাল বলেন, 'মুশতাক আহমেদ থাকা অবস্থায় দেশের আনাচে-কানাচে যদি ভালো লেগ স্পিনার থাকে এবং যারা এক্সপোজার পায়নি, তাদের জন্য ট্যালেন্ট হান্ট (স্পিনার হান্ট) করতে পারি সেটা ক্রিকেটের জন্য ভালো হবে, লেগ স্পিনের ভবিষ্যতের জন্য ভালো হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে