বর্তমানে ফুটবল বিশ্বের সব থেকে জনপ্রিয় এবং সেরা ফুটবলার লিওনেল মেসি। সর্বকালের সেরা ফুটবলারও বলা হয় এই আর্জেন্টাইন তারকাকে। তাই বাবার মতোই তারকা ফুটবলার হতে চান মেসির তিন ছেলে। বাবা যেমন প্রতিপক্ষের খেলোয়াড়দের নাকা চুবানি খাইয়ে গোল করে বেড়ান, ছেলেও হয়েছে তেমনি।
আর্জেন্টিনার তরুণ ফুটবলারদের মধ্যে কেউ ভালো করলেই তাদের নামের পাশে 'নতুন মেসি' তকমা লেগে যায়। এমনকি ব্রাজিলের এক উঠতি তারকাকেও 'ছোট মেসি' বলে ডাকা হয়। মূলত খেলার ধরনে লিওনেল মেসির সঙ্গে মিল থাকায় ১৬ বছর বয়সি এস্তেভাও উইলিয়ানকে ডাকা হয় ছোট মেসি নামে।
এবার বিশ্ব দেখল 'আসল ছোট মেসি।' অবশ্য সে আর কেউ নন, মেসির মেজ ছেলে মাতেও। ইন্টার মায়ামিতে মেসি যোগ দেওয়ার পর ক্লাবটির একাডেমিতে নাম লিখিয়েছেন তার তিন ছেলে থিয়াগো, মাতেও আর চিরো। এ তিনজনই খেলছে যুক্তরাষ্ট্রের ক্লাবটির বয়সভিত্তিক দলে।
তেমনই এক ম্যাচে নিজের দিকে সব আলো কেড়ে নিয়েছেন মাতেও। পুরো ফুটবল বিশ্বের নজর পড়েছে সেই ভিডিওতে। মায়ামির অনূর্ধ্ব-৯ দলের হয়ে সেই ম্যাচে একাই ৫ গোল করেছে মেসির মেজো ছেলে মাতেও। ভিডিও দেখে অনেকেই বলছেন, খেলার ধরন একেবারে মেসির মতো।
মেসির ট্রেডমার্ক ফ্রি-কিকের মতো একটি গোলও করেছেন মাতেও।