রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

অলিম্পিকের কোটা পেতে লড়ছেন শুটাররা

ক্রীড়া প্রতিবেদক
  ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০
অলিম্পিকের কোটা পেতে লড়ছেন শুটাররা

প্যারিস অলিম্পিকের কোটা পেতে ব্রাজিলে লড়ছেন লাল-সবুজের শুটাররা। ১১ এপ্রিল থেকে রিও ডি জেনেরিওতে শুরু হয়েছে আইএসএসএফ ফাইনাল অলিম্পিক কোয়ালিফিকেশন চ্যাম্পিয়নশিপ। ১০ মিটার এয়ার রাইফেল পুরুষ ও নারী এবং মিশ্র দ্বৈত- এই তিনটি ইভেন্টে খেলছেন বাংলাদেশের চার শুটার শায়রা আরেফিন, রবিউল ইসলাম, জাফিরাহ চৌধুরী ও জিদান হোসেন। সোমবার ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দ্বৈতে বাংলাদেশের দুই জুটি ২০ ও ৩৪তম স্থানে থেকে তাদের খেলা শেষ করেছে। শায়রা আরেফিন ও রবিউল ইসলাম জুটি ৬২৬.১ স্কোর করে ২০তম হয়। শায়রা ৩১৫ ও রবিউল ৩১১.১ স্কোর করেন। অন্যদিকে জাফিরাহ ও জিদান জুটির স্কোর ৬২৩.৮। এর মধ্যে জাফিরাহ ৩১১.৬ এবং জিদানের স্কোর ৩১২.২। আজ ১০ মিটার এয়ার রাইফেলে পুরুষদের একক ইভেন্টে লড়বেন রবিউল ইসলাম ও জিদান হোসেন। বুধবার মেয়েদের একক ইভেন্টে লড়বেন শায়রা আরেফিন ও জাফিরাহ চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে