দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে বিতর্কের যেন শেষ নেই। চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেই (ডিপিএল) মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও তার সতীর্থরা। বন্ধ ছিল ম্যাচও।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে শতরান পায় আবাহনী। বিজয় ৪৫ করে আউট হলেও, ফিফটি তুলে নেন নাঈম শেখ। ব্যক্তিগত ৬৯ রানে নাঈমকে এলবিডবিস্নউ এর আবেদন করলে তাতে সাড়া দেননি আম্পায়ার। মোহাম্মদ মিথুনের করা সে বলটি খালি চোখে দেখলে আউটই মনে হবে। জোরাল আবেদন ছিল প্রাইম ব্যাংকের ক্রিকেটারদের কাছ থেকেও।
কিন্তু আম্পায়ার আউট না দেওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন। আর এতেই আম্পায়ারের দিকে তেড়ে যান প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম ইকবাল। নিজ দলের সবাইকে নিয়ে জড়ো হন। অবস্থা এমন ছিল যে তারা খেলা রেখেই মাঠ ছেড়ে যাবেন। এ সময় আম্পায়ারের উদ্দেশে তামিমকে বলতে শোনা যায়, 'আপনারাই খেলেন'। দায়িত্বরত আরেক আম্পায়ার এগিয়ে এসে তামিমকে খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। এরপর মুশফিকুর রহিম ও তামিমের সঙ্গে দীর্ঘসময় ধরে ফিল্ড আম্পায়ারদের চলে বাদানুবাদ। মাঠের বাইরে তৃতীয় আম্পায়ারের সঙ্গে বাগবিতন্ডা হয় প্রাইম ব্যাংক কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। তৃতীয় আম্পায়ার কোচকে খেলা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন।