দুর্বার গতিতে ছুটে চলা শাবি আলোন্সোর বায়ার লেভারকুজেন প্রথমবারের মতো বুন্ডেসলিগার শিরোপার সুবাস নিয়েই মাঠে নেমেছিল। তাদের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধও গড়তে পারল না ভার্ডার ব্রেমন। আরেকটি দাপুটে জয় তুলে নিয়ে, রেকর্ডের পাতায় একের পর এক আঁচড় কেটে প্রাপ্তির চূড়ায় উঠল লেভারকুজেন।
ঘরের মাঠ বে অ্যারেনায় রোববার রাতে ভার্ডার ব্রেমনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লেভারকুজেন। হ্যাটট্রিকের আলো ছড়িয়েছেন ফ্লোরিয়ান ভিরৎজ। বাকি দুই গোলদাতা ভিক্টর বোনিফেস ও গ্রানিত জাকা।
এই জয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো জার্মানির শীর্ষ লিগের ট্রফিতে চুমু আঁকল দলটি। ২৯ ম্যাচে ২৫ জয় ও চার ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছল আলোন্সোর দল। চলে গেল সবার ধরাছোঁয়ার বাইরে।
প্রায় ১২০ বছরের পুরনো ক্লাবটি জার্মানির শীর্ষ লিগে পাঁচবার হয়েছিল রানার্সআপ। গত ১১ আসরের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের আধিপত্য গুঁড়িয়ে অবসান হল তাদের দীর্ঘ প্রতীক্ষার।
আগের ম্যাচে ইউরোপা লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে এক মৌসুমে টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছিল লেভারকুজেন। এই ম্যাচে সে কীর্তি ছাপিয়ে গেল তারা। ২০১১-১২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি প্রথম গড়েছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।