বার্সাকে হুমকি দিয়ে রাখলেন এমবাপে

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে বার্সেলোনাকে আতিথেয়তা দেবে প্যারিস সেইন্ট জার্মেইন পিএসজি। ১১ এপ্রিল পার্ক ডে প্রিন্সেসে খেলা। তার আগে স্প্যানিশ ক্লাবটিকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন দলটির বড় তারকা কিলিয়ান এমবাপে। মহারণ নিয়ে এমবাপে বলেছেন, 'সব সময়ের মতো আমি প্রস্তুত, পালিয়ে যাচ্ছি না। আমাদের যে গতিশীলতা আছে তা দেখে আমি নিশ্চিত, আমরা আমাদের সবকিছু দিতে চলেছি। তারপর ফলাফল, সেটা সময়ের হাতে।' 'প্রতি বছরের মতো আমরা এখন মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে আছি। এপ্রিল শেষে, আমরা জানতে পারব আমাদের কী আছে এবং কেমন মৌসুম পেতে চলেছি।' চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির সঙ্গে আগের দেখায় বার্সার রেকর্ড ভালো নয়। সবশেষ ২০২১ সালে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে। ৪-১ ব্যবধানে জয় পাওয়া ওই মৌসুম ছিল লিওনেল মেসির ক্লাবটিতে শেষ সময়। এবার জাভি হার্নান্দেজকেও একই বিপদে ফেলতে চান এমবাপে।