ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে ঘরোয়া ফুটবলে পড়তে যাচ্ছে লম্বা বিরতি। ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের ম্যাচ দিয়ে আবারও মাঠে নামবে ফুটবল। আগামী ১৬ এপ্রিল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
ফেডারেশন কাপে এখন পর্যন্ত একটিই কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। যেখানে জিতে সবার আগে সেমিফাইনালে নাম লিখিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেষ আটে শেখ রাসেল ক্রীড়াচক্রকে ২-১ গোলে হারায় সাদা-কালোরা। গত সপ্তাহে লিগ কমিটির অনলাইন সভায় ফেডারেশনকাপের ভেনু্য পরিবর্তন করা হয়েছে। প্রথম সেমিফাইনালের ভেনু্য মুন্সীগঞ্জে অপরিবর্তিত থাকলেও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে। আর ফাইনাল গোপালগঞ্জের পরিবর্তে ময়নমনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ফেডারেশনকাপের মতো প্রিমিয়ার লিগেও পড়েছে বিরতি। গত ৬ এপ্রিল শেষ হয়েছে লিগের ১১তম রাউন্ড। বিরতি শেষে আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে লিগের ১২তম রাউন্ড। অর্থাৎ প্রায় ১৩ দিন মাঠে থাকছে না লিগ। ১৯ এপ্রিল লিগে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই হবে বিকাল ৩টা ৪৫ মিনিটে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে খেলবে ধানমন্ডির দুই জায়ান্ট ঢাকা আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। একই দিনে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ পুলিশ ফুটবল ক্লাব। ১১তম রাউন্ড শেষে ১১ ম্যাচে ৯টি জয় ১টি ড্র ও ১ হারে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গত মৌসুমের মতোই এবারও চ্যাম্পিয়ন হবার রেসে বসুন্ধরা এগিয়ে চলছে অনেকটা নির্ঝঞ্জাটেই। দ্বিতীয় স্থানে থাকা ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের তাদের সঙ্গে ৫ পয়েন্টের পার্থক্য। যদিও লিগে এখনো অনেকটা পথ চলার বাকি, তাই যে কোনো সময় বসুন্ধরাকে চ্যালেঞ্জ জানাতে পারে মোহামেডানও। এখন পর্যন্ত লিগে অপরাজিত থাকা একমাত্র দল মোহামেডান। গত আসরে রানার্স আপ হওয়া ঢাকা আবাহনী এবারের মৌসুমে বার বার ছন্দ হারাচ্ছে। কাগজে-কলমে বড় দল গড়েও মোহামেডানের পেছনে পড়ে আছে তারা। গত রাউন্ডেই ফর্টিস এফসির মতো নবাগত দলের সঙ্গে লড়াই করতে হয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটির। প্রায় হেরে যাওয়া ম্যাচের ইনজুরি টাইমে এক গোল করে কোনোমতে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তারা। ১১ ম্যাচে আবাহনীর সংগ্রহ ১৯ পয়েন্ট। ধানমন্ডির আরেক ক্লাব শেখ জামালের ১৫ পয়েন্ট। তারা আছে চতুর্থ স্থানে। তাদের থেকে ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে পুলিশ ফুটবল ক্লাব। ফর্টিসের ১৩ পয়েন্ট। তারা আছে ষষ্ঠ স্থানে। শিরোপার প্রত্যাশা থাকলেও এবারও ভালো অবস্থানে নেই শেখ রাসেল ক্রীড়া চক্র। ১১ ম্যাচে ১১ পয়েন্ট সংগ্রহ করে তারা আছে সপ্তম স্থানে। তবে মধ্যবর্তী দলবদলে বেশ কয়েকজন নতুন ফুটবলার যোগ করেছে ক্লাবটি। তাই লিগের দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাদের। অষ্টম স্থানে থাকা রহমতগঞ্জের ১০ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে পিছিয়ে নবম স্থানে আছে বন্দর নগরীর দল চট্টগ্রাম আবাহনী। প্রথম পর্বের মতোই সব থেকে খারাপ অবস্থানে আছে গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। ১১টি ম্যাচ খেলে ৮ টিতেই হেরেছে তারা। ৩টি ম্যাচে ড্র করলেও এখন পর্যন্ত একটি জয়ও পায়নি ব্রাদার্স। ৩ পয়েন্ট নিয়ে তারা আছে ১১তম স্থানে।