বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

৮ উইকেটের জয়ে আবাহনীর নয়ে নয়

ক্রীড়া প্রতিবেদক
  ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
ডিপিএলে গাজী টায়ার্সের বিপক্ষে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মোহামেডানের আবু হায়দার রনি -সংগৃহীত

আবাহনীর জয়রথ ছুটছে। ঢাকা প্রিমিয়ার লিগে টানা নবম ম্যাচে জয় পেয়েছে শিরোপাধারীরা। শনিবার নবম রাউন্ডের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৮ উইকেটে হারিয়েছে আবাহনী। তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের পেস তোপে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট (ডিপিএল) লিগে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৯৯ রানে গুটিয়ে দিয়েছে আবাহনী লিমিটেড।

শনিবার ২৮.৩ ওভারে রূপগঞ্জকে গুটিয়ে দেয়ার ম্যাচে ৫ উইকেট নেন তানজিম হাসান সাকিব। ৫ উইকেট নিতে ৭.৩ ওভারে তিনি খরচ করেন মাত্র ২৩ রান। শরিফুল ৬ ওভারে ২৯ রান দিয়ে নেন ৪ উইকেট। ১৬ রান দিয়ে তাসকিন আহমেদ পান ২ উইকেট। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন শামিম পাটোয়ারি। শহিদুল ইসলাম ১৭, ইমরানুজ্জামান ১৫, মাশরাফি বিন মর্তুজা ১৫ ও আমিনুল ইসলাম বিপস্নব ১১ রান করেন।

লক্ষ্য তাড়ায় আবাহনীর ব্যাটসম্যানরাও দাপট দেখান। আগ্রাসী মনোভাবে ব্যাটিং করে দ্রম্নত জয়ের কাজ সারেন তারা। ৩৪ বলে ৩৭ রানের ইনিংস খেলতে এনামুল হক বিজয় ২ চার ও ৪ ছক্কা মেরেছেন। ১৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৫ চার ও ৪ ছক্কায় ২৬৬.৬৭ স্ট্রাইক রেটে ইনিংসটি সাজান। ড্রেসিংরুমে ফেরেন নাঈম শেখ (৪) ও তাওহিদ হৃদয় (১০)। অনেক আগেই আবাহনীর সুপার লিগ নিশ্চিত হয়েছে। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে তারা শিরোপা ধরে রাখার মিশনে ছুটছে বেশ দাপটের সঙ্গেই। ৯ ম্যাচে ৭ জয়ে আবাহনীর পর দ্বিতীয় স্থানে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে