শুরুর আগেই যেন শেষ হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদির অধিনায়কত্ব অধ্যায়। পাকিস্তানকে মাত্র একটি সিরিজে নেতৃত্ব দিয়েছেন, এরপরই ফের তাকে সরিয়ে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে বাবর আজমের হাতে। কেবল এখানেই শেষ হতে পারত বিষয়টা, তার নামে ভুয়া বিবৃতিও প্রচার করেছে পিসিবি।
পুরো বিষয়টি নিয়েই মনে চাপা ক্ষোভ ছিল শাহিনের। এবার যেন আর নিজেকে আটকাতে পারলেন না। রীতিমতো হুঙ্কার ছুড়ে বসলেন পাকিস্তানি এই বাঁহাতি পেসার।
গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করেছেন শাহিন আফ্রিদি। সেখানে লিখেছেন, 'আমাকে এমন কোনো জায়গায় দাঁড় করাবেন না, যেন আমার নিষ্ঠুর ও বেপরোয়া চেহারা দেখাতে হয়। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না, কারণ আপনি হয়তো আমার সবচেয়ে দয়ালু ও কোমল রূপই দেখেছেন। কিন্তু আমি ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেলে কী কী করতে পারি কেউ ভাবতেই পারছেন না।'
গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতা শেষে পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন বাবর। এরপর টি২০তে শাহিন আফ্রিদি এবং শান মাসুদকে টেস্ট ফরম্যাটের দায়িত্ব দেয় পিসিবি। দুই অধিনায়কই একটি করে সিরিজে নেতৃত্ব দিয়েছেন। ব্যর্থ হয়েছেন দুজনই, তবে নিজেদের জায়গা থেকে উন্নতির জন্য আরও অন্তত কিছু সময়ের জন্য সুযোগ পাওয়ার প্রত্যাশা ছিল শাহিন-মাসুদদের। শান মাসুদ বহাল থাকলেও, শাহিনকে সরিয়ে দেওয়া হয় সংক্ষিপ্ত ফরম্যাটটির দায়িত্ব থেকে।
গত ৩১ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পিসিবি জানিয়েছে, 'নির্বাচক কমিটির পরামর্শক্রমে সভাপতি মহসিন নাকভি বাবর আজমকে পাকিস্তান জাতীয় দলের সাদা বলের (ওয়ানডে ও টি২০) অধিনায়ক করেছে।' পিসিবির এমন সিদ্ধান্তে হতবাক হয়েছেন শাহিনের শ্বশুর শহীদ আফ্রিদি। সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।