দীর্ঘ এক মাস লড়াইয়ে পর সুপার লিগে গড়িয়েছে প্রিমিয়ার হকির খেলা। ১১ দলের মধ্যে টেবিলের শীর্ষে থাকা ছয়টি দল নিয়ে আজ শুরু হবে সুপার লিগের খেলা। শুরুর দিনে ভিন্ন দুই ম্যাচে লড়বে দেশের দুই ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দুপুর ২টায় আবাহনীর মুখোমুখি হবে পুলিশ এবং বিকাল ৪টায় দ্বিতীয় ম্যাচে মোহামেডানের বিপক্ষে লড়বে অ্যাজাক্স এসসি। সুপার সিক্সের অন্য দুই দল ঊষা ক্রীড়া চক্র ও মেরিনার্স। প্রথম পর্বে ১০ ম্যাচ করে খেলেছে সব দল। সর্বাধিক ২৬ পয়েন্ট নিয়ে সবার উপরে ছিল মোহামেডান। ২৫ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে ছিল আবাহনী ও ঊষা। ২২ পয়েন্ট নিয়ে পরের স্থানে ছিল মেরিনার্স। প্রথম পর্বের পয়েন্টগুলো যোগ হবে সুপার লিগের খেলায়। তাই আজ এগিয়ে থেকেই শিরোপা লড়াই শুরু করবে সাদা-কালোরা। এবারের লিগ থেকে অবনমনে গেছে এক পয়েন্ট পাওয়া দিলকুশা স্পোর্টিং ক্লাব এবং লিগে অংশ না নেওয়া সোনালী ব্যাংক স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব।