সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

টি২০তেও হোয়াইটওয়াশ টাইগ্রেসরা

ক্রীড়া প্রতিবেদক
  ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
টি২০তেও হোয়াইটওয়াশ টাইগ্রেসরা

প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে দুই ফরম্যাটের সিরিজে পুরোপুরি ব্যর্থ হয়েছে স্বাগতিকরা। ওয়ানডের পর টি২০তেও ৩-০তে সিরিজ জিতেছে অজিরা। এতে ঐতিহাসিক সিরিজের দুই ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়েছে টাইগ্রেসরা। হতাশাময় সিরিজের শেষটিতে এসেও ভালো কিছু উপহার দিতে পারেনি বাংলাদেশ।

অস্ট্রেলিয়া সিরিজের হতাশা পেছনে ফেলে দ্রম্নত সামনে তাকানোর চ্যালেঞ্জ এখন নিগারদের সামনে। পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে আসছে ভারত। মাঠের লড়াই শুরু ২৮ এপ্রিল।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে টাইগ্রেসদের ১৫৬ রানের বড় লক্ষ্য দেয় সফরকারীরা। জবাব দিতে নেমে মাত্র ৭৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এতে ৭৭ রানের জয় পায় অজিরা। ফলে ৩-০ ব্যবধারে টি২০ সিরিজ জিতেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৪৪ রানেই সাত উইকেট হারায় স্বাগতিকরা। ইনিংসের পঞ্চম বলে ১ রান করে আউট হন মুর্শিদা খাতুন। ১১ বলে ১০ রান করে রিতু মনি আউট হলেও শূন্য রান করে তাকে সঙ্গ দেন স্বর্ণা আক্তার।

১৮ বলে ১২ রান করে আউট হন আরেক ওপেনার দিলারা আক্তার। শেষদিকে ফারিহাকে সঙ্গে নিয়ে অলআউট না হওয়ার জন্য প্রতিরোধ গড়ার চেষ্টা করেন নিগার সুলতানা জ্যোতি। কিন্তু ১৯তম ওভারের প্রথম বলে জ্যোতি বোল্ড আউট হলেও ৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ৭৭ রানের বড় জয় পায় অস্ট্রেলিয়া। ৩১ বলে ৩২ রান করেন টাইগ্রেস দলপতি।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া : ২০ ওভারে ১৫৫/৬ (হিলি ৪৫, মুনি ১০, পেরি ৮, গার্ডনার ১৬, ম্যাকগ্রা ৪৩*, ওয়্যারহ্যাম ৪, হ্যারিস ১৯; মারুফা ০/১৫, শরিফা ১/৩১, তৃষ্ণা ০/৩৩, নাহিদা ৩/৩১, রাবেয়া ১/১৯, ফাহিমা ০/১৯)।

বাংলাদেশ : ১৮.১ ওভারে ৭৮ (দিলারা ১২, মুর্শিদা ১, রিতু ১০, স্বর্ণা ০, ফাহিমা ১১, রাবেয়া ১, নিগার ৩২, শরিফা ০, নাহিদা ১, মারুফা ০, তৃষ্ণা ২*; শুট ১/১৩, ভ্যালেমিক ৩/১২, পেরি ১/৮, গার্ডনার ১/৪, ওয়্যারহ্যাম ২/১, মলিনিউ ১/১৫, সাদারল্যান্ড ১/২১)।

ফল : অস্ট্রেলিয়া ৭৭ রানে জয়ী।

সিরিজ : অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে জয়ী।

ম্যাচসেরা : টায়লা ভ্যালেমিক।

সিরিজসেরা : সোফি মলিনিউ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে