শ্রীলংকার বিপক্ষে টেস্টে ব্যর্থতার কারণ খুঁজবে বিসিবি
প্রকাশ | ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে গো-হারা হেরেছে বাংলাদেশ। লঙ্কান ব্যাটাররা দলকে রান বন্যায় ভাসালেও বাংলাদেশের ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ফিল্ডিংয়ে হাত ফসকে পড়েছে ক্যাচের পর ক্যাচ। নীতি নির্ধারকরাও মানতে পারছেন না এমন ব্যর্থতা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন তারা এমন ব্যর্থতার কারণ খুঁজবেন। নির্বাচক প্যানেলসহ নাজমুল হোসেন শান্তদের ডেকে ঈদের পর ব্যর্থতার রিভিউ করবে বোর্ড।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নারীদের টি২০ সিরিজের পুরস্কার বিতরণীর পর গণমাধ্যমের মুখোমুখি হন জালাল। এ সময় তিনি বলেন, 'ঈদের পর নির্বাচক, কিছু পেস্নয়ার, ক্রিকেট অপারেশন্স আমরা সবাই বসব। আমরা রিভিউ করব।'
'আমাদের যে রিসোর্স আছে তাদের নিয়েই তো খেলতে হবে। আপনি এর বাইরে কীভাবে যাবেন। আমাদের পেস্নয়ার তারাই খেলছে এখানে। হঁ্যা, জাতীয় দলের পেস্নয়ারদের সঙ্গে বাকিদের একটা তফাৎ থাকে। আমরা কিন্তু চেষ্টা করি মানসম্পন্ন পেস্নয়ার খেলানোর। আমরা নজর দিচ্ছি সেদিকে।' -আরও যোগ করেন জালাল।
ব্যাটিং ব্যর্থতায় সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশ হারে ৩২৮ রানে। ঘুরে দাঁড়ানোর কথা বললেও হয়নি দাঁড়ানো, চট্টগ্রামে শুধু কমেছে হারের ব্যবধানটাই। ১৯২ রানে হেরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়।
এই হারের ধরন মানতে পারছেন না জালাল, 'আসলে ম্যাচ তো হারতেই পারে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয়নি। যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যদি ওরা ৫০০ রান করতে পারে তাহলে আমরা ৪৫০ করতে পারলাম না কেন? ৪০০+ করতে পারলাম না কেন? এখানে বড় একটা আক্ষেপ আছে। হোম গ্রাউন্ড। দুইটা ভালো উইকেটে খেলেছি। আমরা চট্টগ্রাম এবং সিলেট নিয়েছিলাম ব্যাটারদের সুযোগ দেওয়ার জন্য যাতে ব্যাটাররা রান করতে পারে। আমার কাছে মনে হয়েছে টেস্টে যারা নতুন পেস্নয়ার খেলছে ওদের একটু সময় দিতে হবে।'
টেস্ট সিরিজে টাইগারদের ব্যর্থতা নিয়ে জালাল বলেন, 'আমরা চট্টগ্রাম এবং সিলেটে খেলেছিলাম ব্যাটারদের জন্য, তাদের সুযোগ দেওয়ার জন্য। যাতে করে তারা এখানে রান করতে পারে। সেটা হয়নি, আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে টেস্ট ক্রিকেটার কিছু নতুন খেলছে ওদেরকে সময় দিতে হবে। টেস্ট দলে ঢুকে প্রথম থেকেই মানিয়ে নেয়াটা কঠিন। সেটা তাদের একটু সময় লাগবে। নাম বলছি না, দুই-তিন জন নতুন রয়েছে তাদের সময় লাগবে।'
নতুনদের সুযোগ দেওয়ার পক্ষে থাকলেও অভিজ্ঞদের নিয়ে হতাশ জালাল, 'তবে যারা অভিজ্ঞ ক্রিকেটার ছিল, তারাও রান করেনি তাদের কাছে রান আশা করেছিলাম। আমরা যদি কোনো অভিজ্ঞ ক্রিকেটারের থেকে দুইটা পার্টনারশিপ পেতাম তাহলে আমাদের হয়ে যেত। কিন্তু আমরা তাদের কাছ থেকে পার্টনারশিপ পায়নি। এখানে আমাদের বড় একটা গ্যাপ। বোলিং মোটামুটি ভালো হয়েছে।'
আসছে জুনে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ। তার আগে মে'তে আমেরিকার বিপক্ষে একটি টি২০ সিরিজও খেলবে লাল-সবুজের দল। এ জন্য ৩০ জন ক্রিকেটারের ভিসা প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন ৩০ জন ক্রিকেটারের ভিসা করানো হচ্ছে।
জালাল ইউনুস বলেন, 'ভিসা আমরা অলমোস্ট ৩০ জনের করিয়েছে। ২৭ থেকে ৩০ জনের করে রাখা হচ্ছে। এর মধ্যে ফাইনাল ১৫ জন (বিশ্বকাপ স্কোয়াড) যারা হবে সেটা হয়তো পরে জানা যাবে।'
আমেরিকার বিপক্ষে বিশ্বকাপের আগে তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে ২১ মে থেকে। বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। ১ জুন কানাডা-যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। ২৯ জুন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টি২০'র জমজমাট এই আসর। বাংলাদেশ দল কবে ঘোষিত হবে সেই বিষয়েও একটি ধারণা দিয়েছেন জালাল, 'সময় আছে। দলটা আমরা এখন সময় নেব। সিরিজগুলো শেষ হোক, খেলাগুলো শেষ হোক। এর মধ্যে আমরা জানতে পারবো। আমরা নির্বাচক ও কোচের সঙ্গে আলাপ করে বিশ্বকাপ দল ঘোষণা করবো। ১৬ মে দল যাবে। টিম যাওয়ার আগে আমরা ডেফিনিটলি দল ঘোষণা করবো।'