কিনের সমালোচনার জবাব দিলেন গার্দিওয়ালা
প্রকাশ | ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
ফরোয়ার্ড আর্লিং হাল্যান্ডের মান নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড গ্রেট রয় কিনের প্রশ্ন তোলা একদমই পছন্দ হয়নি পেপ গার্দিওয়ালার। সমালোচনার তীরে বিদ্ধ হওয়া নরওয়ে তারকার পাশে দাঁড়িয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওয়ালা। তার মতে, বিশ্বের সেরা স্ট্রাইকার এখন হলান্ড।
দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে স্তুতির জোয়ারে ভাসা হাল্যান্ড হুট করেই যেন হারিয়ে ফেলেছেন ছন্দ। সিটির হয়ে টানা তিন ম্যাচে গোলের দেখা পাননি তিনি। আর্সেনালের বিপক্ষে সবশেষ ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন ২৩ বছর বয়সি এই ফুটবলার। গোলশূন্য ড্র হওয়া ওই ম্যাচের পরই হলান্ডের কড়া সমালোচনা করেন রয় কিন। এই স্ট্রাইকারকে ইংলিশ লিগ টু (ইংলিশ ফুটবলের চতুর্থ স্তর) মানের খেলোয়াড় বলে মন্তব্য করেন তিনি।