শেখ রাসেলের সামনে আত্মবিশ্বাসী মোহামেডান

প্রকাশ | ০২ এপ্রিল ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘ বিরতি শেষে আবারও মাঠে নামতে যাচ্ছে ফেডারেশন কাপ। গ্রম্নপ পর্ব শেষ হয়েছে আগেই। আজ থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেষ চারে উঠার লড়াইয়ে আজ বিকাল ৩টায় ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ট্রেবলজয়ী খ্যাত শেখ রাসেল ক্রীড়া চক্র। নতুন রূপে ফিরে আসা শেখ রাসেলকে শেষ চারে নাম লেখাতে হলে আজ চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা মোহামেডানকে হারাতে হবে। সেই কাজটি খুব সহজ হবে না দলটির জন্য। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে প্রতি মঙ্গলবার। আজকের এই ম্যাচের পর ঈদের ছুটির কারণে লম্বা বিরতি পড়বে টুর্নামেন্টে। এই দুই দল ছাড়া আরও ছয় দল আছে কোয়ার্টারে। আগামী ১৬ এপ্রিল গোপালগঞ্জেই বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এরপর ২৩ এপ্রিল একই ভেনু্যতে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালের সব শেষ ম্যাচটি হবে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনাতে। ৩০ এপ্রিল অনুষ্ঠেয় ঐ ম্যাচে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ ফর্টিস এফসি। আজকের ম্যাচে দারুণ উজ্জীবিত হয়েই খেলতে নামবে মোহামেডান। কারণ লিগের প্রথম পর্বে দারুণ ফর্মে থাকা সাদা-কালোদের দ্বিতীয় পর্বের শুরুটাও হয়েছে দারুণ। মাত্র তিন দিন আগেই গত শুক্রবার লিগের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে ফর্টিসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আলফাজ আহমেদের শিষ্যরা। ফেডারেশন কাপের গ্রম্নপ পর্বেও দুর্দান্ত খেলেছে মোহামেডান। গ্রম্নপের চার দলের মধ্যে শীর্ষে থেকে 'বি' গ্রম্নপের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টারে নাম লেখায় তারা। গ্রম্নপে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-১ গোলের জয়। দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে ব্রাদার্স ইউনিয়নকে হারায় মোহামেডান। তৃতীয় ম্যাচে তারা প্রতিপক্ষ হিসেবে পায় চিরপ্রতিদ্বন্দ্বি ঢাকা আবাহনীকে। মর্যাদার ঐ লড়াইয়েও মোহামেডান ২-১ গোলের জয় পায়। যে গ্রম্নপটিকে কিনা বলা হচ্ছিল 'ডেথ গ্রম্নপ' সেখান থেকেই ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রম্নপে সেরা হয়ে কোয়ার্টারে উঠে সাদা-কালোরা। অন্যদিকে শেখ রাসেল ক্রীড়াচক্র কিন্তু গ্রম্নপের সেরা দুই দলের একটি হয়ে কোয়ার্টারে আসতে পারেনি। তারা এসেছে গ্রম্নপে তৃতীয় হওয়া সেরা দুই দলের একটি হয়ে। 'সি' গ্রম্নপের তৃতীয় দল তারা। গ্রম্নপের প্রথম ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে ৩-১ গোলের হার। এরপর শক্তিধর বসুন্ধরার সঙ্গে লড়াই করেও ১-০ গোলে হার মানে শেখ রাসেল। তবে মধ্যবর্তী দলবদলে বেশ কয়েকজন বিদেশি ফুটবলার বদলে নতুন শুরুর প্রত্যাশায় অলবস্নুজরা। লিগের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে শেখ জামালের বিপক্ষে দারুণ লড়াই করেছে দলটি। যদিও ঐ ম্যাচেও জিততে পারেনি। ১-১ গোলের ড্র করেছে। এখন দেখার বিষয় আজ আত্মবিশ্বাসী মোহামেডানকে হারিয়ে শেষ চারে নাম লেখাতে পারে কিনা শেখ রাসেল।