শিরোপার আরও কাছে লেভারকুজেন
প্রকাশ | ০১ এপ্রিল ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
বুন্দেসলিগায় আগের দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ১৩ বার বল পাঠানো বায়ার্ন মিউনিখ এবার পারল না একটি গোলও করতে। হেরে গেল বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। থমাস টুখেলের দলের এই পরাজয়ে লিগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেল বেয়ার লেভারকুজেন। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতে ডর্টমুন্ডের বিপক্ষে বুন্দেসলিগার ম্যাচটি ২-০ গোলে হেরেছে বায়ার্ন। দুই অর্ধে গোল দুটি হজম করে তারা।
বায়ার্ন মিউনিখের এদিনের এই পরাজয়ে প্রথমবারের মতো বুন্দেসসলিগায় জয়ের পথে থাকা লেভারকুজেন সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৯ ম্যাচ ধরে অপরাজিত আছে। ২৭ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে জাবি আলোন্সোর দল। তাদের চেয়ে ১৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে গত ১১ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন। আর ২৬ ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে স্টুটগার্ট, ২৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে বরুশিয়া ডর্টমুন্ড।