মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

মোহামেডান হকি দলের বিদ্রোহের অবসান

ক্রীড়া প্রতিবেদক
  ২৯ মার্চ ২০২৪, ০০:০০
মোহামেডান হকি দলের বিদ্রোহের অবসান

বকেয়া পারিশ্রমিকের দাবিতে বিদ্রোহ করে বুধবার সন্ধ্যায় ক্লাব ছেড়ে চলে গিয়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের হকি খেলোয়াড়রা। আবাহনীর বিপক্ষে ম্যাচের আগে খেলোয়াড়দের এমন আচরণে ক্লাব কর্মকর্তারা ক্ষুব্ধ হলেও দ্রম্নত সমস্যার সমাধান করেছেন।

খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে তাদের পাওনা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তাই তো বৃহস্পতিবার বিকেলে অনুশীলনে ফিরেছেন জিমিরা। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক ও হকি কমিটির চেয়ারম্যান মনজুর আলম বলেছেন, 'স্থানীয় এক-দুইজন ছাড়া বাকিদের পারিশ্রমিকের বেশির ভাগ পরিশোধ করা আছে। তারপরও তারা এভাবে ক্যাম্প ছেড়ে চলে যাওয়াটা দুঃখজনক। ক্লাবের জন্যও বদনামের। তারপরও যা হওয়ার হয়েছে। খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। সমস্যা সমাধান হয়েছে। সবাই অনুশীলনে যোগ দিচ্ছেন।'

অনুশীলনে যোগ দেয়ার আগে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের সিনিয়র খেলোয়াড় ও অধিনায়ক রাসেল মাহমুদ জিমিও, 'প্রিন্স ভাই (ম্যানেজার আরিফুল হক প্রিন্স) ফোন দিয়েছিলেন। ক্লাব কর্তৃপক্ষের আশ্বাসে আমরা বিকেলে অনুশীলনে যাচ্ছি। সাড়ে ৪টার দিকে মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুশীলন করব।'

খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফদের পারিশ্রমিকও বাকি। বাকি বিদেশি খেলোয়াড়দেরও। ক্লাবের পরিচালক মনজুর আলম বলেছেন, 'আমরা দেশি-বিদেশি সব খেলোয়াড়ের পারিশ্রমিক নিয়ে কথা বলেছি। সবাইকে আমরা ম্যানেজ করেছি। আর কোনো সমস্যা নেই। সবাই অনুশীলনে যোগ দেবেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে