মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

শ্রীলংকার বিপক্ষে টেস্ট জেতা উচিত :সাকিব

ক্রীড়া প্রতিবেদক
  ২৯ মার্চ ২০২৪, ০০:০০
সাকিব আল হাসান

শ্রীলংকার বিপক্ষে সিলেটে প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরে কোণঠাসা বাংলাদেশ দল। ব্যাটিং ব্যর্থতায় সফরকারীদের বিপক্ষে ৩২৮ রানে হারে বাংলাদেশ। দুই ইনিংসেই দুইশোর নিচে গুটিয়ে প্রশ্নবিদ্ধ ব্যাটিং করেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা। দলের নাজুক অবস্থায় দ্বিতীয় টেস্টে ফিরেছেন সাবেক অধিনায়ক ও শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। দলে ফেরা এই তারকা বিশ্বাস করেন, লঙ্কানদের বিপক্ষে তাদের টেস্ট জেতা উচিত।

গত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে দিলিস্নতে ম্যাচ শেষে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি সাকিবের। বিশ্বকাপের শেষ দুই ম্যাচে ছিলেন চোটে। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরে ও বাইরে দুই সিরিজে ছিলেন না। এই সময়ের আঙুলের চোট ও চোখের সমস্যা থেকে সেরে উঠার লড়াইয়ে ছিলেন তিনি। শ্রীলংকার বিপক্ষে টি২০ সিরিজ, ওয়ানডে সিরিজের পর প্রথম টেস্টেও ছিলেন না তিনি। পুরো সিরিজ থেকে ছুটি নেওয়া সাকিব সিদ্ধান্ত বদলে ফেরেন দ্বিতীয় টেস্টে।

সাকিব যখন ফিরছেন, বাংলাদেশ দলের অবস্থা তখন নাজুক। বিশেষ করে সিলেট টেস্টে ব্যাটিংয়ে দলের প্রশ্নবিদ্ধ অ্যাপ্রোচ নিয়ে সমালোচনায় হাওয়া বেশ গরম বিশাল হারের পেছনে নাজমুল হোসেন শান্তদের ব্যাটিংকেই দায়ি করা হচ্ছে।

বৃহস্পতিবার চট্টগ্রামে গিয়ে স্কোয়াডে যোগ দেওয়ার আগে রাজধানীর উত্তরায় একটি আবাসন কোম্পানির দূত হতে যান সাকিব। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপে দ্বিতীয় টেস্ট নিয়ে আশার কথা শোনান তিনি, 'আশা তো সব সময় করি জিতব। টেস্ট ক্রিকেটে সব সময় আমরা সংগ্রাম করেছি। আমাদের জন্য কঠিন। তবে আমি বিশ্বাস করি শ্রীলংকার সঙ্গে আমাদের ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।'

চট্টগ্রাম টেস্টের আগে ঢাকা প্রিমিয়ার লিগে তিন ম্যাচ খেলেছেন সাকিব। বুধবার বিকেএসপিতে দলের জয়ে হয়েছেন ম্যাচসেরা। ৬৫ বলে করেছেন ৫৩, পরে নিয়েছেন ২ উইকেট।

চট্টগ্রাম টেস্টে যোগ দেওয়ার আগে ব্যাটিং অনুশীলন ভালোই হয়েছে বলা যায়। শ্রীলংকা সিরিজ অবশ্য খেলার কথা ছিল না সাকিবের। চোখের সমস্যা নিয়ে বিপিএল খেলা শীর্ষ তারকাকে ছুটিও দিয়েছিল বিসিবি। তবে সিদ্ধান্ত বদলে একটি টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করতেই তাকে ফেরাতে কোন দ্বিধা করা হয়নি।

ব্যক্তিগত লক্ষ্য নয়, দলের কথাই চিন্তা করছেন তিনি, 'ব্যক্তিগত কোন লক্ষ্য নেই। আমার মনে হয় না ক্রিকেট যতদিন খেলেছি কখনো আমার ব্যক্তিগত কোন লক্ষ্য বা অর্জন নিয়ে চিন্তা ছিল। সবসময় চিন্তা করেছি দলের হয়ে কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে পারফর্ম করতে পারা, প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়। স্বাভাবিকভাবে টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।'

গত বছর এপ্রিল মাসে সাকিব যখন টেস্ট খেলেন তখন তিনি ছিলেন দলের অধিনায়ক। বছর ঘুরতে সেই প্রেক্ষাপট বদলে গেছে অনেকটা। এখন শান্তর অধীনে খেলতে যাচ্ছেন তিনি। জুনিয়র সতীর্থকে নিয়ে অবশ্য আশাবাদী কথা বলেছেন সাকিব, 'খুবই আর্লি স্টেজ (শান্তর নেতৃত্বের)। আমি নিশ্চিত বিসিবি ওকে দীর্ঘ সময়ের কথা চিন্তা করেই দিয়েছে। ওর শুরুটা খুব ভালো হয়েছে। কিছু ফল ওর পক্ষে এসেছে যেটা ওকে সাহায্য করবে বিকশিত হতে। সবার সমর্থন থাকলে আমার ধারণা ও অসাধারণ ফল করবে।'

৩৭ পেরুনো সাকিব সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত বছর এপ্রিল মাসে। তখন তিনি ছিলেন টেস্ট অধিনায়ক। দেশের ক্রিকেটের প্রেক্ষাপটও ছিল ভিন্ন। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই টেস্টের পর প্রথম শ্রেণিতেও কোন ম্যাচ খেলেননি তিনি। টেস্ট না খেললে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে এমনিতেও কখনো খেলতে দেখা যায় না তাকে।

তবে এই সময়ে টি২০ আসর বিপিএল আর চলমান লিস্ট-এ আসর ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে দেখা গেছে তাকে। বিপিএলে শুরুর দিকে রান না পাওয়া বাঁহাতি ব্যাটার পরে খেলেন মোড় ঘুরিয়ে দেওয়া একাধিক ইনিংস। তার আগ্রাসী ব্যাটিংয়ে চোখের সমস্যা খুব একটা টের পাওয়া যায়নি।

চট্টগ্রামে গিয়ে টেস্ট দলে যোগ দেওয়ার আগে শেখ জামাল ধানমন্ডির হয়ে তিনে নেমে ফিফটি করেন। শেখ জামালের হয়ে প্রিমিয়ার লিগের আগের দুই ম্যাচে বোলিং ভালো হলেও ব্যাটিংয়ে রান পাচ্ছিলেন না। করেছিলেন ১৯ ও ৩৪ রান। এদিন রান পাওয়ায় স্বস্তিতে থাকার কথা তার।

সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করছেন, লাল বলের ক্রিকেটে লম্বা বিরতি হলেও খেলার মধ্যে থাকায় তার সংযুক্তি দলের ব্যাটিং লাইনআপকে করবে ঋদ্ধ, 'সাকিব একদম খেলার মধ্যে নেই এমন না, যেখানে খেলছে ব্যাটিংয়েও ভালোই করছে। বিপিএল খেললো। এখন ডিপিএল খেলছে। একটা ফিফটি মারল। ওর একটা অভিজ্ঞতা তো যুক্ত হবে। সেদিক থেকে দল লাভবান হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে