কোচ খুঁজতে কিছু ইতিবাচক অগ্রগতির ব্যাপারে আশাবাদী পিসিবি
প্রকাশ | ২৩ মার্চ ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
গত বিশ্বকাপে ব্যর্থতার পর থেকেই কোচের পদ শূন্য পাকিস্তানের। টি২০ বিশ্বকাপ সামনে রেখে দ্রম্নত কোচ নিয়োগের চেষ্টা চালাচ্ছে পিসিবি। কিন্তু পিসিবির প্রস্তাবে সাড়া দিচ্ছেন না কোনো তারকা।
সম্প্রতি পিসিবির নতুন চেয়ারম্যান হয়েছেন মহসিন নাকভি। কিছুদিন মোহাম্মদ হাফিজ অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করলেও তাকে সরিয়ে দিয়েছে পিসিবি। বিশ্বকাপ ব্যর্থতার পরে কোচ-অধিনায়কসহ সব কিছুতেই পরিবর্তন আনে পিসিবি।
শেন ওয়াটসনকে নিয়োগ দিতে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল পিসিবি। বার্ষিক দুই মিলিয়ন ডলারের চুক্তি নিয়ে আলোচনা করছিলেন। কিন্তু মহসিন নাকভির মতে, মিডিয়ায় বিশদ আলোচনার কারণে চুক্তিটি চূড়ান্ত করা যায়নি।
সূত্র জানায়, বোর্ডের সাবেক ইংলিশ কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গেও যোগাযোগ করেছিল, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছিলেন। ইসলামাবাদ ইউনাইটেডের শিরোপা জয়ী কোচ মাইক হেসনও আগ্রহ দেখাননি।
যোগাযোগ করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামির সঙ্গেও। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি থাকায় না বলেছেন স্যামি। স্যামির পাশাপাশি না বলেছেন সাইমন ক্যাটিচ। ইতিবাচক সাড়া দেননি অস্ট্রেলিয়ার সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গারও। তবে পাকিস্তান তাদের সাবেক তারকাদের শীর্ষ পদে নিয়োগ দিতে চায় না। ইংল্যান্ডে বসবাসকারী আজহার মাহমুদ এবং সাকলাইন মুশতাকের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে কোনো যোগাযোগ করা হয়নি।
তাছাড়া অতীতে পাকিস্তানের সঙ্গে কাজ করা ম্যাথু হেইডেনকেও বোর্ডের দ্বারস্থ করা হয়েছে। জানা গেছে, আইপিএলে প্রতিশ্রম্নতির কারণে বেশির ভাগ কোচ পাওয়া যাচ্ছে না। এত কিছু সত্ত্বেও আগামী সপ্তাহে কিছু ইতিবাচক অগ্রগতির ব্যাপারে আশাবাদী বোর্ড।