আন্তর্জাতিক ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র যদি বর্ণবাদী আচরণের শিকার হন, তাহলে কঠোর ব্যবস্থা নেবে ব্রাজিল। আজ শনিবার ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এমন হুঁশিয়ারি দিয়েছেন ব্রাজিলের কোচ দরিভল জুনিয়র।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দিয়েছেন ব্রাজিল কোচ। দরিভল বলেন, 'আমাদের এই ধরনের পরিস্থিতির সমস্ত তথ্য বিশ্লেষণ এবং ভারসাম্য করতে হবে। এটি আবার ঘটলে আমাদের কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ভিনিসিয়াসের এখনো বয়স কম। সে এখনো পড়াশোনা শেষ করেনি। তার সঙ্গে এই ধরনের আচরণ মানা যায় না।'
এর আগে লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার দর্শকদের বর্ণবাদী আচরণের শিকার হন ভিনিসিয়াস। এই ঘটনার জেরে স্প্যানিশ আদালতে অভিযোগও দিয়েছে রিয়াল ও লা লিগা কর্তৃপক্ষ। বারবার বর্ণবাদী আচরণের শিকার হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন ভিনি।
ওই সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফার কাছে দাবি জানিয়েছেন ভিনিসিয়া নিজেও। এসব ক্ষেত্রে কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে অপরাধীদের শাস্তি চাইলেন ব্রাজিল কোচ, 'দুঃখজনকভাবে গোটা পৃথিবীতেই বর্ণবাদের ঘটনা ঘটছে। তাচ্ছিল্যের ব্যাপারটা এখনো রয়ে গেছে। এই বিষয়ে কর্তৃপক্ষকে আরও কঠোর হতে হবে। ভিনিসিয়াসের সঙ্গে যা ঘটে চলেছে, তা এরই মধ্যে সীমা ছাড়িয়ে গেছে। এমনিতে স্পেনের মানুষ খুবই আন্তরিক, অপরকে সম্মান দেয় এবং সবচেয়ে বড় কথা, তারা শান্তিকামী মানুষ। কিছু বাজে লোকের কারণে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়াটা মানায় না। পুলিশ চাইলে যারা এসব করে, তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব। এটা অনেকটা আমাদের দেশের মতোই, যেখানে প্রচুর মানুষ প্রতিদিনই ভুগছে। কিন্তু কর্তৃপক্ষের অকার্যকারিতা আর অদক্ষতার কারণে তারা নীরব থাকে।'