সাঁতার ও ক্রীড়াঙ্গনের অন্যতম তারকা ক্রীড়াবিদ মাহফুজা খাতুন শিলার বাবা আর নেই। বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলী আহম্মদ গাজী। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগা আহম্মদ গাজী ৮২ বছর বয়সে পৃথিবী ত্যাগ করেন।
বৃহস্পতিবার সাবেক সাঁতারু নিয়াজ আহমেদ বলেছেন, 'শিলার বাবা দুপুর সাড়ে ১২টায় ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শিলার বাবার মরদেহ যশোরের নওয়াপাড়ার অভয়নগরে তার গ্রামের বাড়িতে দাফন করা হবে।'
স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আহম্মদ গাজী। শিলার বাবা ও রনির শ্বশুরের মৃতু্যতে বাংলাদেশ সাঁতার ফেডারেশনসহ অনেক ব্যক্তি, সংস্থা শোক জ্ঞাপন করেছে। শিলা ২০১৬ সালে এসএ গেমসে রেকর্ডসহ দুটি স্বর্ণ জেতেন। শিলার স্বামী শাহজাহান আলী রনিও স্বর্ণজয়ী সাঁতারু। তিনি ২০০৬ সালে কলম্বো সাফে স্বর্ণ জিতেছিলেন।