হাসারাঙ্গাকে পেতে চাতুরির আশ্রয় শ্রীলংকার?
প্রকাশ | ২২ মার্চ ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
ওয়ানিন্দু হাসারাঙ্গার অবসর ভেঙে টেস্টে ফেরা এবং তার পরপর বাংলাদেশের বিপক্ষে টেস্ট-নিষেধাজ্ঞার খড়গে পড়া জন্ম দিয়েছে প্রশ্নের। অবসর ভেঙে টেস্টে না ফিরলে এই নিষেধাজ্ঞা কার্যকর হতো টি২০ বিশ্বকাপে! তাই অনেকেই মনে করছেন, অধিনায়ক ও স্পিনের মূলঅস্ত্র হাসারাঙ্গাকে বিশ্বকাপে পেতেই এই কৌশলটা তারা নিয়েছিল।
বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অসদাচরণের জন্য ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে হাসারাঙ্গার। পাশাপাশি যুক্ত হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। তাতে লংকান তারকার মোট ডিমেরিট পয়েন্ট হয়ে গেছে ৮টি ! যা মূলত দুটি টেস্ট কিংবা চারটি ওয়ানডে অথবা চারটি টি২০ থেকে নিষেধাজ্ঞার সমান। এই নিষেধাজ্ঞা কার্যকর হয় যে সংস্করণের খেলা আগে পড়ে সেখানে। বাংলাদেশের বিপক্ষে অবসর ভেঙে টেস্টে না ফিরলে এই শাস্তিটি টি২০ বিশ্বকাপে কার্যকর হতো। টেস্ট অবসর ভাঙায় এখন সেটি আর হচ্ছে না। হাসারাঙ্গা এখন শুধু বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে নিষিদ্ধ থাকছেন। তাতে অভিযোগ উঠেছে লংকানরা ব্যাপারটাতে চাতুরির আশ্রয় নিয়েছে। তাদের নির্বাচক কমিটির সদস্য অজন্তা মেন্ডিস বলেছেন, আইসিসির নিষেধাজ্ঞার পূর্বেই ওয়ানিন্দু লাল বলের ক্রিকেটে ফেরার কথা বলেছিলেন, 'প্রায় দুই সপ্তাহ আগে সে টেস্ট ফেরার ব্যাপারে আমাদের জানায়। জানি এখন ব্যাপারটা কেমন দেখাচ্ছে। কিন্তু ওর সিদ্ধান্তটা তৃতীয় ওয়ানডের আগেই নেওয়া।'