জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া তারকা অলরাউন্ডার রুমানা আহমেদ ও জাহানারা আলমকে বাজে রেকর্ডের লজ্জা থেকে মুক্তি দিলেন ফাহিমা খাতুন। ৩১ বছর বয়সি এই লেগ স্পিনার গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ওভার বোলিং করে ৬৭ রান খরচ করেছেন; যা ওয়ানডেতে কোনো বাংলাদেশি নারী ক্রিকেটারের ইনিংসে সবচেয়ে খরুচে বোলিং। এদিন তিনি মাত্র ১ উইকেট শিকার করেন। এর আগে ২০১৩ সালে ভারতের বিপক্ষে আহমেদাবাদে ১০ ওভারে ৬২ রান খরচ করেন রুমানা আহমেদ। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ ওভারে ৬২ রান খচর করেন জাহানারা আলম। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ ওভারে ৬২ রান খরচ করেন নাহিদা আক্তার। এদিন ৯ ওভারে ৬৭ রান খরচ করে বাজে রেকর্ড গড়ার পাশাপাশি নারীদের ওয়ানডেতে এক ওভারে সর্বোচ্চ ২৯ রান খরচের আরেকটি বাজে রেকর্ড গড়েন নাহিদা আক্তার।