বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
  ২০ মার্চ ২০২৪, ০০:০০
টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন দলের অন্যতম অভিজ্ঞ তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচে কিপিং করার সময় একটি বল ধরতে গিয়ে বুড়ো আঙুলে আঘাত পান তিনি। যে কারণে টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল।

সোমবার শ্রীলংকার ইনিংসের তাসকিন আহমেদের করা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে তালুবন্দি করতে গেলে ডান হাতের বৃদ্ধাঙ্গলিতে আঘাত লাগে মুশফিকের। তখন প্রাথমিক চিকিৎসার পর খেলা চালিয়ে যান। পরে স্ক্যান রিপোর্টে দেখা যায় আঙুলে চিড় ধরেছে তার।

মুশফিকের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, 'মুশফিকের বুড়ো আঙুলে চিড় ধরা পড়েছে। তাকে আমরা পাচ্ছি না। অফিসিয়ালি জানাবো তার বদলে কাকে নেওয়া যায়।'

জানা গেছে, এই চোট সেরে উঠতে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে মুশফিকের। তাই স্বাভাবিকভাবেই লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না তিনি। তবে তার পরিবর্তে কাকে নেওয়া হবে সে বিষয়টি এখনো চূড়ান্ত করতে পারেননি নির্বাচকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে