বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

ফিলিস্তিনের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ২০ মার্চ ২০২৪, ০০:০০
কুয়েতে আগামী বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাই পর্বে ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল -বাফুফে

বিশ্বকাপ বাছাইপর্বে বৃহস্পতিবার শক্তিধর ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেনু্য কুয়েতে। এরই মধ্যে কুয়েতে পৌঁছে সোমবার প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো ভিডিও বার্তায় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও ফুটবলার তপু বর্মণ ও সোহেল রানা জানালেন লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ দল।

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, 'গত রোববার আমাদের রিকভারি সেশন ছিল। সোমবার আমরা প্রয়োজনীয় মিটিং করেছি। ফিলিস্তিনের ভিডিও অ্যানালাইসিস করেছি। প্রথম ট্রেনিং সেশন হয়েছে। এখানের হোটেল ও তাদের আতিথিয়েতা সুযোগ-সুবিধা খুবই ভালো। ট্রেনিং গ্রাউন্ড খুবই ভালো। দল প্রস্তুত। ছেলেরা অ্যাকটিভ ও অ্যানার্জেটিক আছে এবং আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত।'

দলের অন্যতম ডিফেন্ডার তপু বর্মণ বলেন, 'কুয়েতের মাটিতে পা দেওয়ার পর আমরা যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি বিমানবন্দরে সেটা প্রত্যাশিত ছিল না। আমি দলের পক্ষ থেকে বলব, ২১ তারিখে মাঠে এসে আপনারা আমাদের উৎসাহ দেবেন, আপনাদের সমর্থন অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং আমরা একটা ভালো ফলাফল আপনাদের উপহার দিতে চাই।'

আমি বলব, 'সৌদি আরবে আমাদের খুব ভালো একটা ক্যাম্প হয়েছে। ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামার আগে এটা খুবই প্রয়োজন ছিল। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ারও একটা ব্যাপার আছে। সন্ধ্যার পর সৌদি ও কুয়েতের আবহাওয়া একদম একই রকম। একদিন বিশ্রামের পর আজকে আমরা যে ট্রেনিং করেছি সেটা শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা ফুটবলাররা সবাই ফিট আছি। সবাই খুবই রোমাঞ্চিত ফিলিস্তিনের বিপক্ষের ম্যাচ নিয়ে।' যোগ করেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।

যেহেতু ফিলিস্তিন অনেক শক্তিধর দল। তাই এই ম্যাচে বাংলাদেশের রক্ষণভাগকে সতর্ক থাকতে হবে বলে মনে করেন তপু, 'এখন আমার মনে হয় পুরো দলটাকেই ডিফেন্ডিংয়ে মনোযোগ দিতে হবে। আমরা যারা রক্ষণভাগে খেলি তাদের অবশ্যই এক্সট্রা এফোর্ট দিতে হবে। তাদের সম্পর্কে আমরা খুব ভালোভাবেই জানি। তারা এশিয়া কাপে রাউন্ড অব সিক্সটিনে খেলেছে। অবশ্যই তারা অনেক শক্তিধর দল। তাদের বিপক্ষে আমাদের কি করণীয় তা আমরা জানি। আমাদের পরিকল্পনা মাফিক এগোচ্ছেন কোচ। আমরা কোচের পরিকল্পনা অনুযায়ী এগোবো এবং ফোকাস রাখব। আমরা যারা রক্ষণভাগে আছি আমাদের বাড়তি ফোকাস রাখতে হবে।'

'আমাদের দুর্বলতা ও সবলতাগুলো নিয়ে আমরা এরই মধ্যে কাজ করেছি। আমাদের এখন ফাইনাল ডাটা হলো ২১। এতদিন আমরা যে ট্রেনিংগুলো করেছি, ফাইনালি আমরা ওই ম্যাচে সেটা প্রয়োগ করতে চাই। আমাদের ডিপার্টমেন্টে যাদের যাদের যে কাজগুলো আছে আমরা সবাই একসঙ্গে একটা টিমওয়ার্কে ভালোভাবে এফোর্ট দিতে পারি, অবশ্যই আমরা একটা ভালো ফলাফল করব। আমরা একটা স্কোয়াড অনেকদিন ধরে আছি। আমাদের ঘরোয়া লিগ চলছিল। সেটা খেলেই এখানে এসেছি। আমাদের ফিটনেস লেভেল নিয়ে কোনো সমস্যা নেই। অবশ্যই একটা দলে যখন মিক্সচার থাকে, সিনিয়র-জুনিয়র থাকে আমার কাছে মনে হয় অবশ্যই সেখানে আউটপুটটা ভালো হবে। আমরা সে গতিতেই এগোচ্ছি। আমরা এখানে যে দলটা আছি খুব ভালো। সবার মধ্যে বোঝাপড়াটাও অনেক ভালো। আমরা যদি মাঠে সেটার প্রতিফলন ঘটাতে পারি অবশ্যই ভালো ফল আসবে। পরিকল্পনা কোচ ভালোভাবে বলতে পারবেন। আমাদের টার্গেট থাকবে কোচ আমাদের কিভাবে পরিকল্পনাটা দিচ্ছেন আমাদের অবজেকটিভটা কী সেটা শুধু আমরা মাঠে ফলো করব এবং এপস্নাই করব।' বলেন তপু।

দলের অভিজ্ঞ ডিফেন্ডার সোহেল রানা বলেন, 'কোচ আমাদের ভালোভাবে ট্রেনিং করিয়েছেন। সকালে ভিডিও সেশন ছিল। সেখানে কোচ আমাদের ফিলিস্তিন টিমের সম্পর্কে একটা ধারণা দিয়েছেন, যে তাদের স্ট্রং পয়েন্টগুলো কী,তাদের উইক পয়েন্টগুলো কী ওইগুলো নিয়ে কাজ করেছেন। মাঠে আমাদের প্র্যাকটিসটা ছিল আমরা কিভাবে ওদের আটকাব, তাদের আক্রমণগুলো। এগুলো নিয়ে কাজ হয়েছে, আশা করি আমরা যদি কোচের ওই পস্ন্যান অনুযায়ী মাঠে খেলতে পারি একটা ভালো ফলাফলই করব।'

সোহেল রানা জানান, এখন তারা শুধু ফিলিস্তিনের ম্যাচ নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন, 'হাতে তো খুব বেশি সময় নেই। ম্যাচ যেহেতু সামনে চলে আসছে, তাই এখন ফিলিস্তিনের ম্যাচ নিয়েই পরিকল্পনা করছেন কোচ। আমরা আমাদের লেভেল বেস্টটা দিয়ে চেষ্টা করব, যাতে ফিলিস্তিনের সঙ্গে একটা ভালো ফুটবল খেলতে পারি। এটাই আমাদের লক্ষ্য থাকবে, আমরা গত কয়েক বছর ধরে যে ফুটবল খেলছি, আমরা চেষ্টা করব সেখান থেকে কিভাবে আরেকটু ভালো ফুটবল খেলা যায়। ওই লক্ষ্যেই আমরা ফিলিস্তিনের বিপক্ষে খেলতে নামব।'

'সৌদি আরবের কন্ডিশন (আবহাওয়া) আর কুয়েতের কন্ডিশন সিমিলার। আমাদের আবহাওয়া নিয়ে সমস্যা হওয়ার কথা না। কারণ আমরা লম্বা একটা সময় পেয়েছি আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার। তাদের ম্যাচ আমরা এশিয়া কাপেও দেখেছি। অনেকদিন ধরেই তাদের খেলা আমরা খেয়াল করছি। তাদের খেলার স্টাইল, তারা কোন প্যাটার্নে খেলে। আমরা খেলোয়াড়রা দেখছি, কোচিং স্টাফরাও ফলো করছেন।' যোগ করেন সোহেল রানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে