শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টের স্কোয়াডে ফার্স্ট বোলার নাহিদ রানাকে রেখে সোমবার দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রানাকে অবশ্য তিন মাস আগেই এমন আঁচ দিয়ে রেখেছিলেন জাতীয় দলের প্রধান কোচ।
আগামী ২২ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। পরে ৩১ মার্চ থেকে দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
প্রথমবার জাতীয় দলে ডাক পেয়ে নাহিদ রানা বলেন, 'আলহামদুলিলস্নাহ অনেক ভালো লাগছে। সবারই তো ইচ্ছা থাকে জাতীয় দলে ডাক পাওয়ার। ইচ্ছাটা পূরণ হয়েছে, আলহামদুলিলস্নাহ আমি অনেক খুশি।'
রাজশাহীর ক্লেমন একাডেমিতে গতির ঝড় তুলে কোচ আলমগীর কবিরের নজরে আসেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি ৬.২ ফুট লম্বা, ২১ বছর বয়সি লিকলিকে তরুণ নাহিদ রানাকে। যিনি কদিন আগেই বিপিএলে প্রায় দেড়শ' কিলোমিটার বেগে বল করে আলোচনায় আসেন। এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় টেস্ট দলে।
২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়ার পর এ পর্যন্ত ১৫ ম্যাচে ৬৩ উইকেট শিকার করেছেন রানা।
রানাকে অন্তর্ভুক্ত করার বিষয়ে জাতীয় নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, 'প্রথম টেস্টের দলটি খুব ভারসাম্যপূর্ণ হয়েছে বলে আমরা মনে করছি। নতুন মুখ রানা ছাড়া আমাদের প্রথম টেস্টের দলটি বলতে গেলে প্রায় একই আছে। দলে ফিরেছেন লিটন। সর্বশেষ শেষ সিরিজে সে ছুটি নিয়েছিল। প্রত্যেক বিভাগেই ব্যাকআপ আছে। আমরা মনে করছি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো দল আমাদের আছে।'
তিনি আরও বলেন, 'রানার বেশ ভালো ভবিষ্যৎ রয়েছে। এই মুহূর্তে সম্ভবত সে বাংলাদেশের সবচেয়ে দ্রম্নত গতির বোলার এবং যথার্থ বাউন্স দিতেও সক্ষম।
অবশ্য এটা তার জন্য কেবলমাত্র শুরু, প্রথম শ্রেণিতে তার রেকর্ড বেশ সমৃদ্ধ। আরেক পেসার মুশফিক হাসানও দলে সুযোগ পেয়েছে। ইনজুরিতে থাকা এবাদত হোসেন এবং তাসকিন আহমেদ না খেলার কারণে অভিজ্ঞতা অর্জনে এটা এ দুই পেসারের জন্য সঠিক সময়।'
বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের আগে হঠাৎ করে রানার মুঠোফোনে একটি কল আসে। অপর প্রান্তে বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস। রানাকে জানান, তাকে সিলেট যেতে হবে। কিন্তু কেন?
প্রথম শ্রেণির ক্রিকেটে গতির ঝড় তুলে নিয়মিত উইকেট নেওয়া রানাকে দেখতে চেয়েছিলেন হাথুরুসিংহে। তার বোলিং দেখে সন্তুষ্ট ছিলেন কোচ। সঙ্গে বার্তা দেন, 'জাতীয় দলের পরিবেশ কেমন এটা বোঝার জন্য তোমাকে ডাকা হয়েছে। যখনই ডাক পাও যেন পূর্ব প্রস্তুতি থাকে। এটা পূর্ব প্রস্তুতির অংশ।'
জাতীয় দলে ডাক পাওয়ার পর হাথুরুসিংহের বার্তার বিষয়টি কাছে তুলে ধরেন রানা। তিন মাস আগে জাতীয় দলের পরিবেশে থাকায় এখন ডাক পাওয়ায় নেই বাড়তি উচ্ছ্বাসও। এখন শুধু লক্ষ্য একটাই, দলের চাহিদা পূরণ করা।
পেসার নাহিদ রানা বলেন, 'আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা শতভাগ পূরণ করতে চাই। দলের জন্য অবদান রাখতে চাই।' নেটে রানার বোলিং দেখে হাথুরুসিংহের মন্তব্য কী ছিল? স্বল্পভাষী এই পেসার বলেন, 'বোলিং ভালো বলেছেন। বাড়তি কিছু না।'
এবারের বিপিএলে প্রায় দেড়শ' কিলোমিটার ছুঁইছুঁই গতিতে বোলিং করেছেন খুলনা টাইগার্সের হয়ে খেলা রানা। যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত পারফর্মার তিনি। মাত্র ৩০০ মিটারের জন্য বিপিএলে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির খাতায় নাম লেখাতে পারেননি। সর্বোচ্চ গতি ছিল ১৪৯.৭। টেস্টেও কি গতির ঝড় চালিয়ে যেতে চান? রানার উত্তর, 'চেষ্টা করব, গতি তো অটো হয়ে যায়।'
২০২১ সালে প্রথম শ্রেণিতে অভিষেক হয় রানার। এখন পর্যন্ত ১৫টি প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ৬৩ উইকেট! ফাইফার তিনটি। ম্যাচসেরা বোলিং ১২৭ রানে ৯ উইকেট। এ ছাড়া লিস্ট 'এ'-তে ৪ ম্যাচে দেখা পান ১০ উইকেটের। এবার ক্রিকেটের অভিজাত সংস্করণে ডানা মেলে ওড়ার পালা।
এবারের টেস্ট স্কোয়াডে রানার সঙ্গে পেসার হিসেবে আছেন শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুশফিক হাসান। রানা কি সুযোগ পাবেন একাদশে? বলে দেবে সময়।