বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

বিশাল অঙ্কের প্রস্তাবে ওয়াটসনের মন গলাতে ব্যর্থ পাকিস্তান

ক্রীড়া ডেস্ক
  ১৭ মার্চ ২০২৪, ০০:০০
আপডেট  : ১৭ মার্চ ২০২৪, ০০:৩৪
বিশাল অঙ্কের প্রস্তাবে ওয়াটসনের মন গলাতে ব্যর্থ পাকিস্তান

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন শেন ওয়াটসন। গত কয়েক দিন ধরে দেশটির গণমাধ্যম ও ক্রিকেট ভিত্তিক ওয়েব সাইটগুলোতে এমন তথ্যই পাওয়া যাচ্ছিল। তবে আপাতত সেটি সম্ভব হচ্ছে না অজি তারকার পক্ষে।

ওয়াটসনকে শাহিন-বাবরদের কোচ করতে রীতিমতো উঠেপড়ে লেগেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এজন্য রেকর্ড পারিশ্রমিক প্রস্তাব করা হয় সাবেক অজি তারকাকে। কিন্তু তাতে মন গলেনি ওয়াটসনের।

পাকিস্তানের সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ওয়াটসনকে কোচ হিসেবে পেতে বছরে প্রায় ২২ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল পিসিবি। তবে এই বিশাল টাকার অঙ্কও তার মন গলাতে পারেনি। এর কারণটা পূর্ব-প্রতিশ্রম্নতি।

এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গস্নাডিয়েটরসের প্রধান কোচ হিসেবে কাজ করছেন ওয়াটসন। এছাড়াও ধারাভাষ্যকার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে প্রক্তিবদ্ধ তিনি। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগ, মেজর ক্রিকেট লিগে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের প্রধান কোচও সাবেক এই অলরাউন্ডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে