গত ফেব্রম্নয়ারির ফিফা উইন্ডোতে একবার ঢাকায় আসার প্রস্তাব নাকচ করে দিয়েছে ফিলিস্তিন। তখন কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলা হয়নি সাবিনাদের। আগামী ১-৯ এপ্রিলের উইন্ডোতেও ফিলিস্তিনকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মৌখিকভাবে তারা সম্মতিও জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত আবার 'না' করে দিয়েছে ফিলিস্তিন।
তবে এপ্রিলের উইন্ডোতে সাবিনাদের জন্য ম্যাচ আয়োজনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। জানা গেছে, বেশ কয়েকটি দেশের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে বাফুফে। কোনো দেশই চূড়ান্ত কথা দেয়নি। তবে বাফুফে বিকল্প হিসেবে হংকং, মিয়ানমার ও উজবেকিস্তানের যেকোনো একটি দেশের বিপক্ষে দুটি ম্যাচ খেলার চেষ্টা করছে। তিন দেশের মধ্যে হংকংয়ের সঙ্গে ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি।