আর্জেন্টিনার ক্লাব সোল দা মায়োর ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে ঢাকা আবাহনীর হয়ে খেলতে আর কোনো বাধা নেই তার। ডেনমার্কপ্রবাসী এই ফুটবলার ঘরোয়া আসরে এখন শুধুই আবাহনীর হয়ে খেলবেন।
সাবেক জাতীয় ফুটবলার ও ঢাকা আবাহনীর ম্যানেজার কাজী নজরুল ইসলাম বলেন, 'বৃহস্পতিবার আমরা জামালের আইটিসি (আন্তর্জাতিক ছাড়পত্র) পেয়েছি। এখন তার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করব।' জামাল ভূঁইয়ার জন্য ৩ মার্চ ছাড়পত্র চেয়েছিল আবাহনী, যা পেয়েছে ১১ মার্চ। যদিও জামালের সঙ্গে সোল দা মায়োর সঙ্গে দেড় মৌসুমের চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুসারে চলতি বছরের অক্টোবর পর্যন্ত আর্জেন্টিনায় খেলার কথা বাংলাদেশ অধিনায়কের। সেই চুক্তি ভেঙে বাংলাদেশে এসেছেন জামাল এবং ক্লাবের পাওনা নিয়ে অভিযোগ তুলেছেন। তাই খানিকটা সংশয় ছিল ছাড়পত্র পাওয়া নিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে মধ্যবর্তী দলবদল চলছে। জানা গেছে, এই সময়ে জামালের পাশাপাশি একজন বিদেশি ফুটবলারকেও নিবন্ধন করাবে আবাহনী। 'অস্ট্রেলিয়ার ডিফেন্সিভ ফুটবলার অ্যারন ইভান আমাদের সঙ্গে রয়েছে। সে গত ইন্ডিয়ান লিগে নর্থ ইস্টের হয়ে খেলেছিল।' যোগ করেন নজরুল ইসলাম।