বিশ্বকাপে নতুন আইন ১ মিনিট দেরি হলেই ৫ রান পেনাল্টি
প্রকাশ | ১৬ মার্চ ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
সময়ের সঙ্গে ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে নিয়মকানুনেও পরিবর্তন এনেছে আইসিসি। একই সঙ্গে সময়ের অপচয় রোধের বিষয়টিও আমলে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এবার তারা বিশ্বকাপে চালু করতে যাচ্ছে 'স্টপ ক্লক' আইন। ক্রিকবাজ জানিয়েছে, ক্রিকেটের সাধারণ পেস্নয়িং কন্ডিশনেই অন্তর্ভুক্ত করা হবে এই নিয়ম।
জানা গেছে, আইসিসি নিয়মটি পরীক্ষামূলকভাবে চালু করে ফল পেয়েছে বলেই এটি এখন স্থায়ী করতে চাচ্ছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির প্রতিটি সাদা বলের ম্যাচেই এই নিয়ম কার্যকর করা হবে। দুবাইয়ে চলমান আইসিসির বৈঠকে নিয়মটি অনুমোদন করা হয়েছে।
ক্রিকেটে 'স্টপ ক্লক' নিয়ে বেশ আগেই কাজ শুরু করেছিল আইসিসি। তবে বাস্তবায়ন করেনি। আপাতত পরীক্ষাধীন আছে এই আইন। ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে স্টপ ক্লক পদ্ধতি চালু রাখার কথা জানালেও জুনে টি২০ বিশ্বকাপে নিয়মটি প্রয়োগ করবে আইসিসি। আপাতত শুধু টি২০ এবং ওয়ানডেতে এই নিয়ম চালু করা হবে। এই নিয়মে ফিল্ডিং দল প্রতি ওভার শেষে নতুন ওভার শুরুর আগে ৬০ সেকেন্ড সময় পাবে। এই ৬০ সেকেন্ড সময় শেষ হওয়ার আগেই নতুন ওভার শুরু করতে হবে। প্রতিবার এই নিয়ম ভাঙার জন্য আছে শাস্তির ব্যবস্থা। মাঠের আম্পায়ার ফিল্ডিং দলকে দু'বার সতর্ক করবেন। তৃতীয়বার নিয়ম ভাঙলে ৫ রান জরিমানা হবে। তৃতীয়বার থেকে যতবার এই নিয়ম ভাঙা হবে, প্রতিবারই ৫ রান প্রতিপক্ষের স্কোরবোর্ডে যোগ হবে। ইলেকট্রনিক স্ক্রিনে ৬০ সেকেন্ডের টাইমার চালু করবেন তৃতীয় আম্পায়ার। তবে ব্যাটার, ডিআরএস বা অন্য কোনো অনিবার্য কারণে পরবর্তী ওভার শুরু করতে দেরি হলে ফিল্ড আম্পায়ার চূড়ান্ত সময় নির্ধারণ করবেন।