বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

শাইনপুকুরের তিন ফিফটিতে ম্স্নান সোহানের ৮০

ক্রীড়া প্রতিবেদক
  ১৫ মার্চ ২০২৪, ০০:০০
শাইনপুকুরের তিন ফিফটিতে ম্স্নান সোহানের ৮০

জয় দিয়ে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দ্বিতীয় ম্যাচে এসেই ধাক্কা খেলো ক্লাবটি। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের কাছে তারা হেরে যায় ৬ উইকেটে।

বিকেএসপিতে বৃহস্পতিবার টস হেরে ব্যাটিং করতে নেমে অধিনায়ক নুরুল হাসান সোহানের দারুণ ইনিংসে ভর করে ৭ উইকেটে ২৩৭ রান করে শেখ জামাল। তাড়া করতে নেমে তিন ফিফটিতে ভর করে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে (২৩৮) পৌঁছে যায় শাইনপুকুর। বিলম্বে ম্যাচ শুরু হওয়ায় খেলা হয় ৪৭ ওভারে। আকবর আলী ৫২ বলে ৬২ ও ইরফান শুক্কুর ৩৬ বলে ৩২ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ওপেনিংয়ে নামা খালিদ হাসান ৬৬ ও মার্শাল আইয়ুব ৫৭ রান করে জয়ের ভিত গড়ে দেন। জামালের হয়ে ১টি করে উইকেট নেন জিয়াউর রহমান, টিপু সুলতান ও আরিফ আহমেদ।

এর আগে নুরুল হাসান সোহানের ৮০ ও সৈকত আলীর ফিফটিতে ভর করে ২৩৮ রানের লক্ষ্য দেয় জামাল। সোহানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮০ রান। ৫৬ রান করেন সৈকত। এ ছাড়া ৩৫ রান আসে ইয়াসির আলীর ব্যাট থেকে। আর কোনো ব্যাটার বিশের বেশি রান করতে পারেননি। শাইনপুকুরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জাওয়াদ রোয়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে