শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

জয়ের ধারায় ম্যানইউ

ক্রীড়া ডেস্ক
  ১১ মার্চ ২০২৪, ০০:০০
জয়ের ধারায় ম্যানইউ

গতি আর স্কিলের সমন্বয়ে দারুণ সব আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে কাঁপিয়ে দিলেন আলেহন্দ্রো গারনাচো। তাকে রুখতে ডি-বক্সে দুবার ফাউল করল এভারটন, দুটি পেনাল্টি থেকেই গোল আদায় করে নিল ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। দুই ম্যাচ পর পেল কাঙ্ক্ষিত জয়। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ম্যানইউ। ব্রম্ননো ফার্নান্দেস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান মার্কাসর্ যাশফোর্ড।

টানা চার জয়ের পর গত দুই রাউন্ডে ফুলহ্যাম ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরেছিল ইউনাইটেড। লিগে চার ম্যাচ পর জাল অক্ষত রাখতে পারল তারা। এদিনের এই জয়ে ২৮ ম্যাচ থেকে ৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানইউ। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে পাঁচ নম্বরে ২৬ ম্যাচ খেলা টটেনহ্যাম হটস্পার। আর ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ২৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে এভারটন।

ম্যাচের শুরু থেকেই লড়াই জমে উঠল বেশ। সমানতালে চলতে থাকল আক্রমণ-পাল্টা আক্রমণ। গোলের দেখা মিলতেও খুব একটা দেরি হলো না। দ্বাদশ মিনিটে এগিয়ে গেল স্বাগতিকরা। গারনাচো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ইউনাইটেড। ডান পোস্ট ঘেঁষে নেওয়া নিচু স্পট কিকে গোলরক্ষককে পরাস্ত করেন অধিনায়ক ফের্নান্দেস। ২৭তম মিনিটে দ্বিতীয় গোলও পেতে পারতেন ফের্নান্দেস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে