শিরোপা জিতেই দেশে ফিরতে চায় বাংলাদেশ

প্রকাশ | ১০ মার্চ ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে শনিবার ট্রফি নিয়ে বাংলাদেশ ও ভারতের অধিনায়ক এবং কোচদের ফটোসেশন -বাফুফে
সাফ অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপের পর্দা নামতে যাচ্ছে আজ। শিরোপা লড়াইয়ে আবারও মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। নেপালের আনফা কমপেস্নক্সে বাংলাদেশ সময় দুপুর ৩.১৫ মিনিটে হবে ফাইনাল ম্যাচটি একই টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগে আরও একবার মুখোমুখি হয়েছিল দুদল। লিগ পর্বে ভারতকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল লাল-সবুজের মেয়েরা। তবে ফাইনাল ম্যাচে প্রতিপক্ষকে সমীহই করছেন বাংলাদেশ দলের কোচ সাইফুল বারি টিটু। কিন্তু শিরোপা জিতে ট্রফি নিয়েই দেশে ফিরার লক্ষ্য তার। কিছুদিন আগে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল এই দুই দল। রাউন্ড রবিন লিগে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনালেও দেখা হয়েছিল দুই দলের; নির্ধারিত সময়ে ও টাইব্রেকারের খেলা সমতায় শেষ হওয়ার পর অনেক নাটকীয়তার অবসান হয় যৌথ চ্যাম্পিয়ন ঘোষণার মধ্য দিয়ে। নেপালে সাফের বয়স ভিত্তিক আসর অনূর্ধ্ব ১৬ টুর্নামেন্টের ফাইনালেও যে ভারত-বাংলাদেশ মুখোমুখি হবে সেটা অনেকটা অনুমেয়ই ছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। তবে লিগ পর্বে ভারতকে হারিয়ে দেয়ার স্মৃতি নিয়ে অধিক আত্মবিশ্বাসী হতে নারাজ বাংলাদেশ দল। শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ সাইফুল বারি টিটু বলেন,'ফাইনাল সব সময়ই ফাইনাল। আমরা সবাই চেষ্টা করি কঠোর পরিশ্রম করতে। ভারত খুবই ভালো দল। তাদের তিন ম্যাচে সব মিলে ১৮টি গোল। স্কোরিংই বলে দিচ্ছে তারা কতটা আক্রমণাত্মক ফুটবল খেলে। আমি বিশ্বাস করি সেরা দুটি দলই ফাইনাল খেলে। ফাইনাল ম্যাচে যে কোনো কিছুই ঘটতে পারে। তাই এই ম্যাচে একে অপরের সামর্থ্য নিয়ে সম্মান দেখাতেই হবে।' 'দুই দলেরই আগে একবার খেলা হয়ে গেছে। তাই একে অপরের দুর্বলতা ও শক্তির সম্পর্কে ধারণা হয়ে গেছে। তাই ফাইনালে কে কাকে কিভাবে পস্ন্যান করে নামাবো সেটা তো থাকবেই। সেই সঙ্গে আমি মনে করি ফাইানাল ম্যাচে নার্ভ এবং প্রেসারেরও ব্যাপার থাকে। যারা কম ভুল করবে এই ম্যাচে তাদেরই জেতার সম্ভাবনা বেশি। পরিকল্পনা আপনি করতে পারবেনই। তবে মাঠে সেটা ফুটবলাররা কতটা ঠিকভাবে প্রয়োগ করতে পারবে তার উপরই সফলতা নির্ভর করবে। আগামীকাল (আজ) একটি উপভোগ্য ম্যাচ হবে বলে আমার বিশ্বাস। মেয়েরা মাঠে কঠোর পরিশ্রম করবে। আমার মনে হয় এটি একটি স্মরণীয় ফাইনাল ম্যাচ হবে।' যোগ করেন টিটু। বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেন, 'আমাদের দলটা খুব বেশি দিনের না। তারপরও যে ম্যাচগুলো আমরা খেলেছি দলের সবাই ভালো পারফরম্যান্স করছে। তাদের উন্নতি হচ্ছে। দলের অধিনায়ক হিসেবে আমি বলতে চাই আমাদের এই দলটা এতদিন ট্রেনিংয়ে কঠোর পরিশ্রম করেছে। তারা এখন ফাইনাল ম্যাচে সর্বোচ্চটা দিবে এবং ইনশা অলস্নাহ ভালো কিছুই হবে বলে আশা করি।' ভারতের কোচ থমাস মুত্তাত ও আশাবাদী, 'মেয়েরা আগের ম্যাচগুলোতে তাদের ভুল সম্পর্কে অবগত আছে। ফাইনাল ম্যাচে তারা সে সম্পর্কে সাবধান থেকে নিজেদের সেরাটা উপহার দিতে প্রস্তুত আছে।' ভারতের অধিনায়ক সবিতা রানী বলেন,'বাংলাদেশ ভালো দল। তবে আমরা সেরা দল। আমরা এই ম্যাচ জিততে শতভাগ উজার করে দিতে চাই।'