খেলোয়াড়রা প্রতিদিন হারে পরদিন আবার জেতার জন্য মাঠে নামে :মাশরাফি
প্রকাশ | ০৯ মার্চ ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজা বলেন, 'খেলোয়াড়রা প্রতিদিন হারে, জেতার জন্য নেমে সেদিনও হয়তোবা হারবে। পরদিন আবার জেতার জন্য মাঠে নামে।'
শুক্রবার নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাশরাফি।
অনুষ্ঠানে নিজের বক্তব্যে ম্যাশ বলেন, 'এখন আপনারা জাতীয় দলে খেলছেন আগামীতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের হয়ে খেলবেন ইনশাআলস্নাহ। দেশের হয়ে খেলতে যখন দাঁড়াবেন মাঠে, জাতীয় সংগীত বাজবে, তখন অনুভূতিটা বুঝবেন। খেলাধুলা যত দিন করবেন লাল-সবুজের পতাকার জন্য খেলবেন, দেশের জন্য খেলবেন। শতভাগ দিয়ে দেশের জন্য খেলবেন।'
তিনি আরও বলেন, 'অলিম্পিকে আমরা হিটে টিকতে পারছি না, কিন্তু প্যারা অলিম্পিকে আমরা স্বর্ণ জিতেছি। আমাদের নড়াইলের মেয়েও সেই তালিকায় আছে। এখন সময় এসেছে অ্যাথলেটিক্স, ফুটবল, ক্রিকেটসহ সব খেলায় ভালো করার। ভালো লাগার বিষয় হলো, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নড়াইলে গুরুত্বপূর্ণ একটি জাতীয় অনুষ্ঠান আয়োজন করেছে।'
মাশরাফি যোগ করেন, 'আমি প্রায় ২০ বছর জাতীয় দলে খেলতে পেরেছি এটা নিজের জন্য অবশ্যই গর্বের বিষয়। জাতীয় দলে এই মুহূর্তে নড়াইলের ক্রিকেটার না খেললেও এই জেলার ৬০ জন খেলোয়াড় জাতীয় দলের বিভিন্ন ইভেন্টে খেলছেন। ক্রিকেট-ফুটবলেও নড়াইলের খেলোয়াড়রা সামনে খেলবেন ইনশাআলস্নাহ। খেলোয়াড়দের সবার প্রতি শুভকামনা ও দোয়া রইল।'
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাইক্লিং ফেডারেশনের সভাপতি ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার, ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. মেহেদী হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান মিকুসহ অন্যরা।
বক্তারা বলেন, সাইক্লিং প্রতিযোগিতাকে জনপ্রিয় করতেই নড়াইলে এমন আয়োজন। সাইক্লিং একদিকে যেমন পরিবেশবান্ধব, অন্যদিকে শরীর চর্চার অন্যতম মাধ্যম। এ সময় বক্তারা দেশের সাইক্লিংয়ের প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আয়োজনে এবং নড়াইল ক্রীড়া সংস্থার সহযোগিতায় তিন দিনব্যাপী 'বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় ২০টি ক্যাটাগরিতে ২৮টি দলের মধ্যে আছে পাঁচটি বাহিনীর দল, ২৩টি জেলা দলের মোট ২১৪ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৩৮ জন নারীও রয়েছেন।