বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১
বাংলাদেশ-শ্রীলংকা টি২০ সিরিজ

ইতিহাস গড়ার আশা হাথুরুসিংহের

ক্রীড়া প্রতিবেদক
  ০৯ মার্চ ২০২৪, ০০:০০
ইতিহাস গড়ার আশা হাথুরুসিংহের

শ্রীলংকার বিপক্ষে এখন পর্যন্ত ১৫টি টি২০ খেলে পাঁচটিতে জিতেছে বাংলাদেশ। কিন্তু কখনই জেতা হয়নি সিরিজ। সবশেষ ২০১৭ সালের দুটি টি২০ ম্যাচের সিরিজে কোনো জয় পায়নি বাংলাদেশ। এর আগের বছর তিন ম্যাচের একটিতে জেতে। তবে এবার সিরিজ জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। ঘরের মাঠে, চেনা পরিবেশ, দলও রয়েছে দারুণ ছন্দে। শনিবার দুপুর তিনটায় বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলংকার। তৃতীয় টি২০ দিয়েই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

এ নিয়ে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, 'হঁ্যা, আমরা এমন কিছুর সামনে দাঁড়িয়ে যা আগে করতে পারিনি। ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। হাসারাঙ্গাও খেলবে এ ম্যাচে। আমরা সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে। নিজেদের শতভাগ দিয়ে ম্যাচ জিততে চাই। দিনের বেলা খেলা, তাই কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমরা গেমপস্ন্যান বাস্তবায়ন করতে পারলে সিরিজ জিততে পারব। তবে শ্রীলংকা অনেক ভালো দল। '

'গত ম্যাচ ছিল পারফেক্ট গেম। বোলিং-ব্যাটিং দুই বিভাগেই গেম পস্ন্যান এক্সিকিউট করতে পেরেছি। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো প্রথম ম্যাচের হার থেকে আমরা কতটা শিখলাম। প্রথম ম্যাচে দুই দলের ক্ষেত্রেই শিশির প্রভাব ফেলেছে। সেখান থেকে বোলাররা শিখতে পেরেছে এমন পিচে শিশির থাকাকালে কীভাবে বল করতে হবে। গত ম্যাচে ব্যাটাররা যেভাবে পাওয়ার পেস্ন কাজে লাগিয়েছে, এটা দেখা অনেক স্বস্তির।'

ঘরের মাঠে সাধারণত অল্প রানের উইকেটে খেলে অভ্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। যার কারণে দেশের বাইরে খেলতে গেলেই বোলার এবং ব্যাটারদের ভুগতে দেখা যায়। কোনো কোনো সময় তো বোলাররা লাইন-লেংথ হারিয়ে দিশেহারা হয়ে যান। এমনকি ব্যাটাররাও বড় স্কোরের সেই চাপ নিতে পারেন না। বলার অপেক্ষা রাখে না, বড় স্কোরের উইকেটে খেলার অন্যভস্ততা যে এই অবস্থার বড় কারণ টিম টাইগার্সের।

এ সময় হাথুরুসিংহে বলেন, 'অবাক হওয়ার কিছু নেই। কি করতে হবে সেটা আমরা জানি। আমরা এটা নিয়ে কাজ করছি। একটা জিনিস আমরা বুঝতে পারছি, আমরা বিভিন্ন ধরনের উইকেটে খেলছি। বিশেষ করে এই সিরিজে। এখানে (সিলেট) বাউন্স আছে, ক্যারি আছে। আমরা বড় রানের উইকেটে খেলতে চাই। কারণ আমরা নিজেদের বুঝতে চাই যে বোলিংয়ে কোথায় কোথায় আমাদের উন্নতি আনতে হবে।'

এটা ক্রিকেটারদের মানসিকতার পরিবর্তনের সঙ্গেও জড়িয়ে আছে বলে জানিয়েছেন এ শ্রীলংকান কোচ। তার কথায়, 'এটা মানসিকতার পরিবর্তনও। আপনি যদি দেখেন, কোনো উইকেটে ১৫০ স্কোর ম্যাচ জয়ের জন্য যথেষ্ট, তাহলে আপনি নির্দিষ্ট কিছু জায়গায় বোলিং করবেন। কিন্তু এ ধরনের (ব্যাটিং বান্ধব) উইকেটে আপনি যখন বোলিং করতে যাবেন, ওভারে ৮ রান অনেক ভালো। গত ম্যাচে আপনারা দেখেছেন ১৬০ রান জয়ের জন্য যথেষ্ট হয়নি।'

তিনি আরও বলেন, 'পাওয়ার পেস্নতে ৪ উইকেট হারানোর পরও প্রথম ম্যাচে আমরা ২০০ রান প্রায় তাড়া করে ফেলেছিলাম। আমরা এসব ব্যাপারের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে, আমি খুবই খুশি।'

গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পান চন্ডিকা হাথুরুসিংহে। এর মাস দুয়েক পরেই দল থেকে হঠাৎই বাদ পড়েন মাহমুদউলস্নাহ রিয়াদ। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে বাদ পড়া রিয়াদ সহসাই সুযোগ পাননি। নিজেকে ফিট ও এসিড পরীক্ষা দিয়েই জাতীয় দলে ফেরেন টাইগারদের অভিজ্ঞ এ ক্রিকেটার।

বিশ্বকাপের আগমুহূর্তে জাতীয় দলে ফেরা সেই রিয়াদের ব্যাটেই এখন ছুটছে রানের ফোয়ারা। ওয়ানডের পাশাপাশি টি-২০তেও সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন তিনি। আর তাইতো রিয়াদের অন্তর্ভুক্তি করা, না করা নিয়ে বেশিরভাগ সময় তোপের মুখে পড়া হাথুরুই গতকাল সিলেটে মুগ্ধতা প্রকাশ করেছেন তাকে নিয়ে।

চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, রিয়াদ এখন অনেক স্বাধীনতা নিয়ে খেলছেন। টাইগারদের এই শ্রীলংকান কোচ বলেন, 'সে (রিয়াদ) অনেক অভিজ্ঞতা যোগ করছে। সে যেভাবে বিপিএলে খেলেছে, আমাদের সবাইকে দেখিয়েছে। এখন সে অনেক স্বাধীনতা নিয়ে খেলছে। আমি তাকে যখন বিশ্বকাপে (ওয়ানডে) দেখেছি, সে নিজের খেলা নিয়ে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করছিল। এখন খুব সুন্দর খেলছে।'

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপেও চোখ রাখছেন হাথুরু। বিশেষ করে সেখানকার উইকেট নিয়েই ভাবছেন তিনি। এ প্রসঙ্গে নিজের অস্ট্রেলীয় যোগাযোগ কাজে লাগানোর চেষ্টা করছেন এই লঙ্কান কোচ।

টাইগারদের ওপেনিং পজিশন নিয়ে কোচ বলেন, 'ওপেনিং জুটি অতীতে ভালো করতে পারেনি। আমরা সেই ভুলগুলো শোধরাতে চাইছি। যদি তারা ভালো করে, আমরা খুব বেশি পরিবর্তন করতে চাই না। যদি এটা কাজ করে, অবশ্যই অব্যাহত রাখতে চাই। এটা শুধু ওপেনিং জুটির ক্ষেত্রেই নয়। হ্যাঁ পাওয়ার-পেস্নতে ওদের এপ্রোচ ভালো ছিল।'

সৌম্যতেই ভরসা খুঁজছেন হাথুরু, 'সৌম্য (লিটনের সঙ্গে) ওপেনিং জুটিতে ৬৩ রান এনে দিয়েছে। আপনার কয়টা সেঞ্চুরি আছে এই ফরম্যাটে তা বিবেচ্য নয়। দলে কতটা অবদান রাখছে এটাই গুরুত্বপূর্ণ। সে এখন দলে অবদান রাখছে। সেদিন গুরুত্বপূর্ণ উইকেটও এনে দিয়েছে। দুই ম্যাচেই ওদের সবচেয়ে ভয়ানক খেলোয়াড়কে আউট করেছে।'

জাকের আলীকে মনে ধরেছে হাথুরুসিংহের, 'সে খুবই শান্ত। এটাই চোখে পড়েছে এবারের বিপিএলে। এই জিনিসটা খুব ভালো লেগেছে। এই একটা গুণ আপনার দরকার, যখন আপনি পাঁচ-ছয়-সাতে ব্যাটিং করবেন। কারণ, বেশির ভাগ সময় আপনাকে কিছু কাজ করতে হবে অনেক সীমাবদ্ধতার মধ্যে। সে যা করেছে, তা দেখতে পেরে খুবই ভালো লেগেছে। আমাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে